আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫২৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৩৮. রুগ্ন ব্যক্তির নিকট নামায পড়া
৫২৪। হযরত আ’তা (রাযিঃ) বলেন, একদা উমর ইব্ন সাফওয়ান আমার রুগ্নাবস্থায় আমার কুশল জানিতে আসেন। এমন সময় নামাযের সময় হইয়া গেল। হযরত ইব্ন উমর (রাযিঃ) তাহাদিগকে নিয়া দুই রাক’আত নামায আদায় করিলেন এবং (নামাযান্তে) বলিলেনঃ আমি সফরের অবস্থায় আছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ صَلَّى عِنْدَ الْمَرِيضِ
حَدَّثَنَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَمْرٍو ، عَنْ عَطَاءٍ ، قَالَ : " عَادَ ابْنُ عُمَرَ ابْنَ صَفْوَانَ ، فَحَضَرَتِ الصَّلاةُ ، فَصَلَّى بِهِمُ ابْنُ عُمَرَ رَكْعَتَيْنِ ، وَقَالَ : إِنَّا سَفْرٌ
তাহকীক: