আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৩২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৪. রুগ্ন ব্যক্তিকে দেখিতে গিয়া গৃহের এদিক-ওদিক তাকানো
৫৩২। আব্দুল্লাহ্ ইব্ন আবুল হুযায়ল বলেন, হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রাযিঃ) একদা কোন এক রুগ্ন ব্যক্তিকে দেখিতে গেলেন। তাহার সাথে আরো কয়েকজন সাথী ছিলেন। সেই ঘরে একজন মহিলা ছিলেন। সাথীদের একজন সেই মহিলার দিকে তাকাইতে লাগিলেন। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ তোমার চক্ষু যদি ছিদ্র করিয়া দেওয়া হইত তবে তাহা তোমার জন্য উত্তম হইত!
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ كَرِهَ لِلْعَائِدِ أَنْ يَنْظُرَ إِلَى الْفُضُولِ مِنَ الْبَيْتِ
حَدَّثَنَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، قَالَ : أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، عَنِ الأَجْلَحِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْهُذَيْلِ ، قَالَ : " دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ عَلَى مَرِيضٍ يَعُودُهُ ، وَمَعَهُ قَوْمٌ ، وَفِي الْبَيْتِ امْرَأَةٌ ، فَجَعَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يَنْظُرُ إِلَى الْمَرْأَةِ ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ : لَوِ انْفَقَأَتْ عَيْنُكَ كَانَ خَيْرًا لَكَ
তাহকীক: