আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৩৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৫. চক্ষু রোগীকে দেখিতে যাওয়া
৫৩৩। হযরত যায়িদ ইব্ন আরকাম (রাযিঃ) বলেন, একদা আমার চক্ষুরোগ ইহল। তখন নবী করীম (ﷺ) আমাকে দেখিতে আসিলেন। তিনি তখন আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ যায়িদ, এভাবে যদি তোমার চক্ষুরোগ অব্যাহত থাকে, তবে তুমি কি করিবে ? আমি বলিলাম, আমি সবর করিব এবং সাওয়াবের প্রত্যাশা করিব। তিনি বলিলেনঃ এইভাবে তোমার চক্ষুরোগ যদি অব্যাহত থাকে আর তুমি উহাতে সবর কর ও সাওয়াবের প্রত্যাশা কর, তবে তুমি উহার বিনিময়ে বেহেশত লাভ করিবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْعِيَادَةِ مِنَ الرَّمَدِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ ، قَالَ : حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، قَالَ : سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ ، يَقُولُ : " رَمِدَتْ عَيْنِي ، فَعَادَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ قَالَ : يَا زَيْدُ ، لَوْ أَنَّ عَيْنَكَ لَمَّا بِهَا كَيْفَ كُنْتَ تَصْنَعُ ؟ قَالَ : كُنْتُ أَصْبِرُ وَأَحْتَسِبُ ، قَالَ : لَوْ أَنَّ عَيْنَكَ لَمَّا بِهَا ، ثُمَّ صَبَرْتَ وَاحْتَسَبْتَ كَانَ ثَوَابُكَ الْجَنَّةَ
তাহকীক:
হাদীস নং: ৫৩৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৫. চক্ষু রোগীকে দেখিতে যাওয়া
৫৩৪। কাসিম ইব্ন মুহাম্মাদ বলেন, হযরত মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীগণের মধ্যকার জনৈক ব্যক্তির দৃষ্টিশক্তি লোপ পাইল। লোকজন তাহাকে দেখিতে গেল। তখন তিনি বলিলেনঃ আমি তো এই চক্ষুদ্বয়ের আকাঙক্ষী ছিলাম এজন্য যে, এইগুলির দ্বারা আমি নবী করীম (ﷺ)-এর প্রতি তাকাইয়া দেখিব, এখন যখন নবী করীম (ﷺ)-কে উঠাইয়া নেওয়া হইয়াছে, কসম আল্লাহ্ তাআলার হরিণীসমূহের সৌন্দর্য দর্শনেও আমি আর সুখানুভব করিব না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، أَنَّ رَجُلا مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ ذَهَبَ بَصَرُهُ ، فَعَادُوهُ ، فَقَالَ : كُنْتُ أُرِيدُهُمَا لأَنْظُرَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَمَّا إِذْ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَوَاللَّهِ مَا يَسُرُّنِي أَنَّ مَا بِهِمَا بِظَبْيٍ مِنْ ظِبَاءِ تَبَالَةَ
তাহকীক: