আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৯- বজ্রধ্বনির সময় দুআ করা।
৭২৬. সালিম ইবন আব্দুল্লাহ্ তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বজ্ধ্বনি ও মেঘের গর্জন শুনিলে তখন বলিতেনঃ اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِصَعْقِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ “হে আল্লাহ্! তােমার মেঘ নিনাদের দ্বারা আমাদিগকে বধ করিও না এবং তােমার আযাবের দ্বারা আমাদের ধ্বংস সাধন করিও না এবং ইহার পূর্বেই স্বাচ্ছন্দে আমাদিগকে নিরাপত্তা দাও।”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الدُّعَاءِ عِنْدَ الصَّوَاعِقِ
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ، قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ ، قَالَ : حَدَّثَنِي أَبُو مَطَرٍ ، أَنَّهُ سَمِعَ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ ، قَالَ : اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِصَعْقِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
tahqiq

তাহকীক: