আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩০০- কেউ বজ্রধ্বনি শুনলে।
৭২৭. হযরত ইবন আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, যখন তিনি বজ্রধ্বনি শুনিতে পাইতেন তখন তিনি বলিতেনঃ سبحَانَ الَّذِي سَبَّحْتَ . পবিত্র সেই সত্তা যাহার পবিত্রতা বজ্ধ্বনি ঘােষণা করিল। তিনি বলেন, বজ্ধ্বনিকারী হইতেছেন একজন ফিরিশতা। তিনি মেঘমালাকে ঠিক তেমনি হাঁকাইয়া চলেন যেমন রাখাল তাহার ছাগ পালকে হাঁকাইয়া চলে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا سَمِعَ الرَّعْدَ
حَدَّثَنَا حَدَّثَنَا بِشْرٌ ، قَالَ : حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنِي الْحَكَمُ ، قَالَ : حَدَّثَنِي عِكْرِمَةُ ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ، كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ ، قَالَ : " سبحَانَ الَّذِي سَبَّحْتَ لَهُ ، قَالَ : إِنَّ الرَّعْدَ مَلَكٌ يَنْعِقُ بِالْغَيْثِ ، كَمَا يَنْعِقُ الرَّاعِي بِغَنَمِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩০০- কেউ বজ্রধ্বনি শুনলে।
৭২৮. হযরত আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রাযিঃ)-এর পুত্র আমির বর্ণনা করেন যে, হযরত আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রাযিঃ) যখন বজধ্বনি শুনিতে পাইতেন, তখন কথা বলা বন্ধ করিয়া দিয়া বলিতেনঃ سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ “পবিত্র সেই সত্তা বজধ্বনি যাহার পবিত্রতা ও স্তুতি ঘােষণা করে এবং ফেরেশতকুল যাহার ভয়ে অস্থির থাকেন।” (সূরা রাদঃ ১৩)
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ ، وَقَالَ : " سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ ، ثُمَّ يَقُولُ : إِنَّ هَذَا لَوَعِيدٌ شَدِيدٌ لأَهْلِ الأَرْضِ
tahqiq

তাহকীক: