আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৪৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭২- হুযন (দুঃখ) নাম।
৮৪৭. সাঈদ ইব্‌নুল মুসাইয়িব তাঁহার পিতার প্রমুখাৎ এবং তিনি তাহার দাদার (মানে নিজ পিতার) প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি অর্থাৎ তাহার দাদা নবী করীম (ﷺ)-এর দরবারে উপনীত হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ? তিনি বলিলেন, হুয্‌ন (দুঃখ)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তুমি হইতেছ সাহল-(স্বাচ্ছন্দ্য)। (তিনি বলিলেন আমি আমার পিতার দেয়া নাম পরিবর্তন করিব না।)
أبواب الأدب المفرد للبخاري
بَابُ حَزْنٍ
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ مَا اسْمُكَ‏؟‏ قَالَ‏:‏ حَزْنٌ، قَالَ‏:‏ أَنْتَ سَهْلٌ، قَالَ‏:‏ لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي‏.‏ قَالَ ابْنُ الْمُسَيِّبِ‏:‏ فَمَا زَالَتِ الْحُزُونَةُ فِينَا بَعْدُ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৪৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭২- হুযন (দুঃখ) নাম।
৮৪৮. আব্দুল হামীদ ইবন জুবায়র ইব্‌ন শায়বা বলেনঃ একদা আমি হযরত সাঈদ ইব্‌নুল মুসাইয়েবের পাশে বসা ছিলাম। তখন তিনি আমার নিকট এই মর্মে বর্ণনা করিলেন যে, তাহার দাদা হুয্‌ন (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর দরবারে উপস্থিত হইলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হে? তিনি তখন বলিলেন, আমার নাম হুয্‌ন (দুঃখ)। তিনি বলিলেনঃ না বরং তোমার নাম হইতেছে সাহল-(স্বাচ্ছন্দ্য)। তিনি তখন জবাবে বলিলেনঃ আমার পিতার রাখা নাম আমি পরিবর্তন করিব না।
ইব্‌নুল মুসাইয়িব বলেনঃ সেই অবধি আমাদের পরিবারে দুঃখ সর্বদাই লাগিয়া আছে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى , قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُ , قَالَ : أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ , قَالَ : جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : " مَا اسْمُكَ ؟ " ، قَالَ : اسْمِي حَزْنٌ ، قَالَ : " بَلْ أَنْتَ سَهْلٌ " ، قَالَ : مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي ، قَالَ ابْنُ الْمُسَيِّبِ : فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ
tahqiq

তাহকীক: