আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৮৫০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭৩. নবী করীম (ﷺ)-এর নাম ও কুনিয়ত
৮৫০. ইব্নুল হানফিয়্যা বলেন, হযরত আলী (রাযিঃ) একটি ব্যাপারে অনুমতি নিয়া রাখিয়াছিলেন। তাহা হইতেছে একদা তিনি বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার পরে যদি আমার কোন পুত্র-সন্তান জন্মগ্রহণ করে তবে আমি কি আপনার নাম ও কুনিয়ত অনুসারে তাহার নাম ও কুনিয়ত রাখিতে পারি ? জবাবে তিনি বলিলেনঃ হ্যাঁ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا فِطْرٌ، عَنْ مُنْذِرٍ قَالَ: سَمِعْتُ ابْنَ الْحَنَفِيَّةِ يَقُولُ: كَانَتْ رُخْصَةً لِعَلِيٍّ، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنْ وُلِدَ لِي بَعْدَكَ أُسَمِّيهِ بِاسْمِكَ، وَأُكَنِّيهِ بِكُنْيَتِكَ؟ قَالَ: نَعَمْ.
তাহকীক:
হাদীস নং: ৮৫১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭৩. নবী করীম (ﷺ)-এর নাম ও কুনিয়ত
৮৫১. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার নাম ও কুনিয়ত একত্রে কাহারো জন্য রাখিতে বারণ করিয়াছেন এবং তিনি বলিয়াছেনঃ আমি হইতেছি আবুল কাসিম (কাসিমের পিতা)। দান করেন আল্লাহ্ তাআলা আর আমি বিতরণ করি।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ نَجْمَعَ بَيْنَ اسْمِهِ وَكُنْيَتِهِ، وَقَالَ: أَنَا أَبُو الْقَاسِمِ، وَاللَّهُ يُعْطِي، وَأَنَا أَقْسِمُ.
তাহকীক:
হাদীস নং: ৮৫২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭৩. নবী করীম (ﷺ)-এর নাম ও কুনিয়ত
৮৫২। আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) বাজারে ছিলেন। এক ব্যক্তি ডেকে বললো, হে আবুল কাসেম। নবী (ﷺ) তার দিকে দৃষ্টিপাত করলে সে বললো, আমি এই ব্যক্তিকে ডেকেছি। তখন নবী (ﷺ) বলেনঃ তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার ডাকনামে ডাকনাম রেখো না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ: يَا أَبَا الْقَاسِمِ، فَالْتَفَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَقَالَ: دَعَوْتُ هَذَا، فَقَالَ: سَمُّوا بِاسْمِي، وَلاَ تُكَنُّوا بِكُنْيَتِي.
তাহকীক: