আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮৯৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯৭.পথ দেখাইয়া দেওয়া
৮৯৭. হযরত বারা ইব্ন আযিব (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার দুগ্ধবতী জন্তু দ্বারা অন্যকে উপকৃত হইতে দেয়, অথবা কাহাকেও পথ দেখাইয়া দেয়, তাহার জন্য একটি গোলাম আযাদ করার সমতুল্য সাওয়াব নির্ধারিত হইয়া থাকে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ هَدَّى زُقَاقًا أَوْ طَرِيقًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ: حَدَّثَنَا الْفَزَارِيُّ، قَالَ: حَدَّثَنَا قِنَانُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ مَنَحَ مَنِيحَةً أَوْ هَدَّى زُقَاقًا، أَوْ قَالَ: طَرِيقًا، كَانَ لَهُ عَدْلُ عِتَاقِ نَسَمَةٍ.
তাহকীক: