আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৯৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯৭. পথ দেখাইয়া দেওয়া
৮৯৮. হযরত আবু যার (রাযিঃ) বলেন, (রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বরাত দিয়াছেন কিনা তাহা রাবীর মনে নাই) তোমার বালতি হইতে তোমার ভাইয়ের বালতিতে পানি ঢালিয়া দেওয়াও সাদাকা বিশেষ। তোমার অন্যকে সৎকর্মের দিকে আহবান করা ও অসৎকর্ম হইতে বারণ করাও সাদাকা বিশেষ। তোমার কোন ভাইয়ের সহিত হাসিমুখে কথা বলাও একটি সাদাকা বিশেষ। লোকের চলাচলের পথ হইতে পাথর, কাঁটা বা হাড়গোড় অপসারণ করাও সাদাকা বিশেষ। পথহারা লোককে পথ দেখাইয়া দেওয়াও সাদাকা বিশেষ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ أَبِي زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، يَرْفَعْهُ، قَالَ‏:‏ ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ‏:‏ لاَ أَعْلَمُهُ إِلاَّ رَفَعَهُ، قَالَ‏:‏ إِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ صَدَقَةٌ، وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَتَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ صَدَقَةٌ، وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَ وَالْعَظْمَ عَنْ طَرِيقِ النَّاسِ لَكَ صَدَقَةٌ، وَهِدَايَتُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّالَّةِ صَدَقَةٌ‏.‏
tahqiq

তাহকীক: