আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৮৮- মায়ের (ঘরে প্রবেশ করতেও) অনুমতি প্রার্থনা করবে।
১০৬৭. আলকামা বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলঃ আমার মাতার নিকট যাইতে হইলেও কি আমাকে তাঁহার অনুমতি প্রার্থনা করিতে হইবে? উত্তরে তিনি বলিলেনঃ তাহার সর্বাবস্থায় তুমি তাহাকে দেখিতে পছন্দ করিবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَسْتَأْذِنُ عَلَى أُمِّهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللهِ قَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: مَا عَلَى كُلِّ أَحْيَانِهَا تُحِبُّ أَنْ تَرَاهَا.
তাহকীক:
হাদীস নং: ১০৬৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৮৮- মায়ের (ঘরে প্রবেশ করতেও) অনুমতি প্রার্থনা করবে।
১০৬৮. মুসলিম ইব্ন নাযীর বলেন, এক ব্যক্তি হযরত হুযায়ফা (রাযিঃ)কে প্রশ্ন করিল, আমি কি আমার মাতার নিকট যাইতেও তাঁহার অনুমতি প্রার্থনা করিব? উত্তরে তিনি বলিলেনঃ যদি তুমি তাঁহার নিকট যাইতে অনুমতি প্রার্থনা না কর, তবে এমন অবস্থা তোমার চোখে পড়িতে পারে যাহা দেখিতে তুমি পছন্দ কর না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ: سَمِعْتُ مُسْلِمَ بْنَ نَذِيرٍ يَقُولُ: سَأَلَ رَجُلٌ حُذَيْفَةَ فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: إِنْ لَمْ تَسْتَأْذِنْ عَلَيْهَا رَأَيْتَ مَا تَكْرَهُ.
তাহকীক: