আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০৬৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৮৯- পিতার নিকটও (প্রবেশের) অনুমতি চাইবে।
১০৬৯. মুসা ইব্ন তালহা বলেন, একদা আমি আমার পিতার সাথে আমার মাতার নিকট গেলাম। তিনি গিয়া তাঁহার কক্ষে প্রবেশ করিলেন এবং আমিও তাহাকে অনুসরণ করিলাম। তিনি তখন আমার দিকে তাকাইলেন এবং আমার বুকে ধাক্কা দিয়া আমাকে পাছার উপর বসাইয়া দিলেন। তারপর বলিলেনঃ অনুমতি ছাড়াই কি তুমি ঢুকিয়া পড়িলে?
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَسْتَأْذِنُ عَلَى أَبِيهِ
حَدَّثَنَا فَرْوَةُ، قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنْ لَيْثٍ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي عَلَى أُمِّي، فَدَخَلَ فَاتَّبَعْتُهُ، فَالْتَفَتَ فَدَفَعَ فِي صَدْرِي حَتَّى أَقْعَدَنِي عَلَى اسْتِي، قَالَ: أَتَدْخُلُ بِغَيْرِ إِذْنٍ؟.
তাহকীক: