আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০৭০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৯০- পিতা ও সন্তানের নিকটও (প্রবেশের) অনুমতি চাইবে।
১০৭০. আবু যুবাইর (রাহঃ) বলেন, হযরত জাবির (রাযিঃ) বলিয়াছেনঃ কোন ব্যক্তি তাহার পুত্রের কক্ষে প্রবেশ করিতেও তাহার অনুমতি চাহিবে। তাহার মাতার কক্ষে প্রবেশ করিতে, যদিও সে বৃদ্ধা হয়, এমনকি তাহার ভাই, বোন ও তাহার পিতার কক্ষে প্রবেশ করিতেও তাহার অনুমতি প্রার্থনা করিবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَسْتَأْذِنُ عَلَى أَبِيهِ وَوَلَدِهِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: يَسْتَأْذِنُ الرَّجُلُ عَلَى وَلَدِهِ، وَأُمِّهِ، وَإِنْ كَانَتْ عَجُوزًا، وَأَخِيهِ، وَأُخْتِهِ، وَأَبِيهِ.
তাহকীক: