আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১০৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫১৩. অনুচ্ছেদঃ বিধর্মী সালাম লিখিয়া পত্র দিলে জবার দেওয়া
১১০৯. আবু উসমান নাহ্দী বলেন, একদা আবু মুসা (রাযিঃ) জনৈক খ্রিস্টান সন্ন্যাসীকে সালাম লিখিলেন। তাঁহাকে প্রশ্ন করা হইলঃ আপনি তাহাকে সালাম দিতেছেন, অথচ সে বিধর্মী। তিনি বলিলেনঃ সে আমাকে পত্র লিখিয়াছে এবং তাহাতে সালাম দিয়াছে, আমি কেবল তাহার উত্তরই দিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا كَتَبَ الذِّمِّيُّ فَسَلَّمَ، يُرَدُّ عَلَيْهِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبَّادٌ يَعْنِي ابْنَ عَبَّادٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ: كَتَبَ أَبُو مُوسَى إِلَى رُهْبَانٍ يُسَلِّمُ عَلَيْهِ فِي كِتَابِهِ، فَقِيلَ لَهُ: أَتُسَلِّمُ عَلَيْهِ وَهُوَ كَافِرٌ؟ قَالَ: إِنَّهُ كَتَبَ إِلَيَّ فَسَلَّمَ عَلَيَّ، فَرَدَدْتُ عَلَيْهِ.
তাহকীক: