আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১১০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫১৪- যিম্মীকে প্রথমে সালাম দিবে না।
১১১০. আবু বুসরা গিফারী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) একদা ফরমাইলেনঃ আগামীকাল আমি ইয়াহুদী পল্লীতে যাইতে মনস্থ করিয়াছি। সেখানে গিয়া তোমরা কিন্তু আগে সালাম দিতে শুরু করিও না। যখন তাহারা তোমাদিগকে সালাম দিবে, তখন তোমরা বলিবেঃ 'ও আলাইকুম' (অর্থাৎ তোমাদের উপরও)। অপর এক রিওয়াতে অনুরূপ বর্ণনা আছে। কেবল বেশী আছে, আমি নরী করীম (ﷺ)কে বলিতে শুনিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لا يَبْدَأُ أَهْلَ الذِّمَّةِ بِالسَّلامِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدٍ، عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنِّي رَاكِبٌ غَدًا إِلَى يَهُودَ، فَلاَ تَبْدَأُوهُمْ بِالسَّلاَمِ، فَإِذَا سَلَّمُوا عَلَيْكُمْ فَقُولُوا: وَعَلَيْكُمْ.
তাহকীক:
হাদীস নং: ১১১১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫১৪- যিম্মীকে প্রথমে সালাম দিবে না।
১১১১. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ আহলে কিতাব সম্প্রদায়ের লোকদিগকে তোমরা কিন্তু অগ্রে সালাম দিবে না এবং তাহাদিগকে সংকীর্ণতার পথে চলিতে বাধ্য করিবে ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: أَهْلُ الْكِتَابِ لاَ تَبْدَأُوهُمْ بِالسَّلاَمِ، وَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِ الطَّرِيقِ.
তাহকীক: