আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৫৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬০০- বাঁদীর খতন করানো।
১২৫৭. আব্দুল ওয়াহিদ ইব্ন যিয়াদ বলেন, কুফার জনৈকা বৃদ্ধা আলী গুরাবের দাদী আমার কাছে বর্ণনা করেন যে, উম্মুল মুহাজির আমার নিকট বর্ণনা করিয়াছেন, রূম হইতে আমি এবং অপর কতিপয় দাসী বন্দিনী অবস্থায় আনীত হই। তখন হযরত উসমান (রাযিঃ) আমাদিগকে ইসলাম গ্রহণের জন্য আহবান জানাইলেন। কিন্তু আমি এবং অপর একটি বাঁদী ছাড়া আর ইসলাম গ্রহণ করিল না। তখন তিনি বলিলেনঃ উহাদের খাত্নার ব্যবস্থা কর এবং উহাদিগকে পবিত্র কর ! অতঃপর আমি হযরত উসমানের সেবায় নিয়োজিত হই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ خِتَانِ الإِمَاءِ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَتْنَا عَجُوزٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ جَدَّةُ عَلِيِّ بْنِ غُرَابٍ قَالَتْ: حَدَّثَتْنِي أُمُّ الْمُهَاجِرِ قَالَتْ: سُبِيتُ وَجَوَارِي مِنَ الرُّومِ، فَعَرَضَ عَلَيْنَا عُثْمَانُ الإِسْلاَمَ، فَلَمْ يُسْلِمْ مِنَّا غَيْرِي وَغَيْرُ أُخْرَى، فَقَالَ: اخْفِضُوهُمَا، وَطَهِّرُوهُمَا فَكُنْتُ أَخْدُمُ عُثْمَانَ.
তাহকীক: