আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৫৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬০২. অনুচ্ছেদ : অধিক বয়সে খাত্‌না
১২৫৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন যে, হযরত ইবরাহীম (আ) যখন খাত্‌না করান তখন তাঁহার বয়স একশ কুড়ি বছর। অতঃপর তিনি আরও আশি বছর জীবিত ছিলেন। এই রিওয়াতের এক পর্যায়ের রাবী সাঈদ বলেনঃ ইবরাহীম (আ) প্রথম ব্যক্তি যিনি খাত্‌না করেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি অতিথি আপ্যায়ন করেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি গোঁফ ছাঁটেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি নখ কাটেন এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি বার্ধক্যপ্রাপ্ত হন। বার্ধক্যের পরিচায়ক শুভ্র কেশ দর্শন করিয়াই তিনি আল্লাহ্‌র দরবারে ফরিয়াদ করেন, প্রভো! ইহা কী ? আল্লাহ্ তাআলা জবাব দিলেন : ইহা হইতেছে সম্ভ্রমের প্রতীক ! তখন তিনি বলিলেনঃ প্রভো! আমার সম্ভ্রম বৃদ্ধি কর।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْخِتَانِ لِلْكَبِيرِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ اخْتَتَنَ إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ عِشْرِينَ وَمِئَةٍ، ثُمَّ عَاشَ بَعْدَ ذَلِكَ ثَمَانِينَ سَنَةً‏.‏ قَالَ سَعِيدٌ: إِبْرَاهِيمُ أَوَّلُ مَنِ اخْتَتَنَ، وَأَوَّلُ مَنْ أَضَافَ، وَأَوَّلُ مَنْ قَصَّ الشَّارِبَ، وَأَوَّلُ مَنْ قَصَّ الظُّفُرَ، وَأَوَّلُ مَنْ شَابَ فَقَالَ: يَا رَبِّ، مَا هَذَا؟ قَالَ: وَقَارٌ، قَالَ: يَا رَبِّ، زِدْنِي وَقَارًا
tahqiq

তাহকীক: