মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৮৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৮৩ । হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দিনে বা রাতে যখনই নিদ্রা যেতেন, তখনই জাগ্রত হওয়ার পর অজু করার পূর্বে মেসওয়াক করতেন। —আহমদ, আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ فَيَسْتَيْقِظُ إِلَّا يَتَسَوَّكُ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ. رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীস নং: ৩৮৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৮৪। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মেসওয়াক করে (মেসওয়াকটি) ধোয়ার জন্য আমাকে দিতেন। আমি ধুইবার পূর্বেই তা দিয়ে নিজে মেসওয়াক করতাম। তারপর ধুয়ে তা তাঁকে দিতাম। -আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَيُعْطِينِي السِّوَاكَ لِأَغْسِلَهُ فَأَبْدَأُ بِهِ فَأَسْتَاكُ ثُمَّ أَغْسِلُهُ وَأَدْفَعُهُ إِلَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৩৮৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মিসওয়াক করা প্রসঙ্গে
৩৮৫। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, একবার আমি স্বপ্নে দেখলাম, আমি একটি দাঁতন দ্বারা মেসওয়াক করছি। এমন সময় আমার নিকট, দুইজন লোক উপস্থিত হল। তাদের একজন অপরজনের তুলনায় জ্যেষ্ঠ। আমি কনিষ্ঠজনকেই আমার মেসওয়াক দিতে গেলাম। তখন আমাকে বলা হল, জ্যেষ্ঠজনকেই দিন। তখন আমি তাদের মধ্যে জ্যেষ্ঠ ব্যক্তিকেই দিলাম। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَرَانِي فِي الْمَنَامِ أَتَسَوَّكُ بِسِوَاكٍ فَجَاءَنِي رَجُلَانِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ فَنَاوَلْتُ السِّوَاكَ الْأَصْغَرَ مِنْهُمَا فَقِيلَ لي: كبر فَدَفَعته إِلَى الْأَكْبَر مِنْهُمَا