মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪৮৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৯। হযরত ওমর ইবন খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রৌদ্রে গরমকৃত পানি দ্বারা গোসল করবে না। কারণ তাতে কুষ্ঠ রোগ দেখা দেয়। —দারে কুতনী
كتاب الطهارة
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَا تَغْتَسِلُوا بِالْمَاءِ الْمُشَمَّسِ فَإِنَّهُ يُورِثُ البرص. رَوَاهُ الدَّارَقُطْنِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৯০
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯০। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কারোও কোন পাত্রে কুকুর পানাহার করলে তা সাতবার ধৌত করবে। ইমাম মুসলিমের এক বর্ণনায় এসেছে যে, তোমাদের কোন পাত্রে কুকুর মুখ দিলে তার পবিত্রকরণ হল প্রথমবার মাটি দ্বারা ধৌত করাসহ মোট সাতবার ধৌত করতে হবে। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاء أحدكُم فليغسله سبع مَرَّات»
وَفِى رِوَايَةٍ لِمُسْلِمٍ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أولَاهُنَّ بِالتُّرَابِ»
وَفِى رِوَايَةٍ لِمُسْلِمٍ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أولَاهُنَّ بِالتُّرَابِ»
তাহকীক:
হাদীস নং: ৪৯১
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক বেদুইন মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করে দিল। তখন লোকগণ তাকে চারদিক হতে ঘিরে ফেলল। (তা দেখে) রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে বললেন, তাকে ছেড়ে দাও এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কেননা তোমাদেরকে (মানুষের জন্য) সহজ উপায় অবলম্বনকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, জটিলতা সৃষ্টিকারীরূপে নয়। —বুখারী
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَنْهُ قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ» . رَوَاهُ الْبُخَارِيُّ
তাহকীক:
হাদীস নং: ৪৯২
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯২। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মসজিদে থাকাকালে এক বেদুইন এসে মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ বলে উঠলেন, থাম থাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে বাধা দিও না, বরং তাকে তার অবস্থায়ই ছেড়ে দাও। এই কথায় তারা তাকে প্রস্রাব শেষ করা পর্যন্ত আর কোনরূপ বাধা দিল না। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) লোকটিকে ডেকে বললেন, দেখ, এই মসজিদ গৃহে এইভাবে প্রস্রাব করা বা অন্য কোনভাবে তা অপবিত্র করা সঙ্গত নয়। এতে শুধু আল্লাহর যিকির-আযকার, নামায এবং কুরআন তিলাওয়াত করা হয়। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অবিকল এই বাক্য বলেছেন অথবা এর অনুরূপ অপর কোন বাক্য। হযরত আনাস (রাযিঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে আদেশ করলে সে এক বালতি পানি এনে ঐ প্রস্রাবের উপর ঢেলে দিল। বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن أنس قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْ مَه قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزْرِمُوهُ دَعُوهُ» فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ فَقَالَ لَهُ: «إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تصلح لشَيْء من هَذَا الْبَوْل وَلَا القذر إِنَّمَا هِيَ لذكر الله عز وَجل وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ» أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأمر رَجُلًا مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فسنه عَلَيْهِ
তাহকীক: