মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১ টি

হাদীস নং: ৪৯৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৭। হযরত উম্মে কায়স বিনতে মিহছান হতে বর্ণিত রয়েছে। তিনি তার একটি ছোট শিশু নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাজির হলেন। শিশুটি তখনও খাবার খেতে শুরু করেনি। তিনি তাকে নিজ কোলে নিয়ে বসালেন। অমনি শিশুটি তার কাপড়ে প্রস্রাব করে দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) পানি এনে তাতে ঢেলে দিলেন কিন্তু ধৌত করলেন না। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن أم قيس بنت مُحصن: أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاء فنضحه وَلم يغسلهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৮। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হত বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি। তিনি ইরশাদ করেছেন, কাঁচা চামড়া দাবাগাত করলে অর্থাৎ পরিশোধিত করলে তা পাক হয়ে যায়।
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৯। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, উম্মুল মু'মিনীন হযরত মায়মুনার মুক্তকৃত দাসীকে একটি বকরী দান করা হল, বকরীটি মরে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বকরীটির নিকট দিয়ে যাবার সময় বললেন, তোমরা বকরীটির চামড়া নিয়ে পাক করলে না কেন? তাদ্বারা তো উপকৃত হতে পারতে? লোকগণ বলল, ইয়া রাসূলাল্লাহ! বকরীটি যে মৃত। তিনি বললেন, তাতে তো তার মাংস খাওয়াই মাত্র নিষিদ্ধ হয়েছে। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن ابْن عبَّاس قَالَ: تُصُدِّقَ عَلَى مَوْلَاةٍ لِمَيْمُونَةَ بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلَّا أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمُوهُ فَانْتَفَعْتُمْ بِهِ» فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ: «إِنَّمَا حُرِّمَ أكلهَا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০০
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০০। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী হযরত সাওদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (এক সময়) আমাদের একটি বকরী মরে গেলে আমরা তার চামড়া পাক করলাম। তারপর হতে সর্বদা আমরা তাতে নাবীয বানিয়ে থাকি । এইভাবে তা আমাদের একটি পুরাতন মশকে পরিণত হল। -বুখারী
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَنْ سَوْدَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَاتَتْ لَنَا شَاةٌ فَدَبَغْنَا مَسْكَهَا ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَ شنا. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০১
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০১। হযরত লুবাবাহ বিনতে হারেছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক সময় হোসায়ন ইবন আলী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কোলে থাকা অবস্থায় তাঁর কোলে প্রস্রাব করে দিলেন। তখন আমি রাসূলে পাক (ﷺ)-কে বললাম, অন্য কাপড় পরিধান করুন এবং আপনার ঐ কাপড়টি দিন, আমি তা ধৌত করে দেই। তিনি বললেন, ধৌত করতে হয় মেয়েদের প্রস্রাব, ছেলেদের প্রস্রাবে পানি ঢেলে দিলেই হয়। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الطهارة
عَن لبَابَة بنت الْحَارِث قَالَتْ: كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَبَال عَلَيْهِ فَقُلْتُ الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ قَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০২। আবু দাউদ ও নাসায়ীর এক বর্ণনায় আবুস্ সাম্‌হ হতে এ শব্দগুলো অনুরূপ বর্ণিত হয়েছে যে, তিনি (ﷺ) বলেছেনঃ মেয়ে শিশুদের প্রস্রাব ধুতে হয়। আর ছেলে শিশুদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়।
كتاب الطهارة
وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ عَنْ أَبِي السَّمْحِ قَالَ: يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ وَيُرَشُّ من بَوْل الْغُلَام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমাদের কেউ জুতা দ্বারা নাপাক বস্তু মাড়ালে মাটি তার জন্য পবিত্রকারী। —আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَطِئَ أَحَدُكُمْ بِنَعْلِهِ الْأَذَى فَإِنَّ التُّرَابَ لَهُ طَهُورٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَلِابْنِ مَاجَه مَعْنَاهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৪। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তাকে একটি স্ত্রীলোক বলল, আমি আমার কাপড়ের আঁচল ঝুলিয়ে দেই আর নাপাক স্থানে চলাফেরা করি। (এমতাবস্থায় আমার) কি করতে হবে? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরবর্তী পবিত্র স্থানের মাটি তাকে পাক করে দিবে।-মালেক, আহমদ, তিরমিযী, আবু দাউদ, দারেমী
كتاب الطهارة
وَعَن أم سَلمَة قَالَتْ لَهَا امْرَأَةٌ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَقَالا: الْمَرْأَة أم ولد لإِبْرَاهِيم ابْن عبد الرَّحْمَن بن عَوْف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৫। হযরত মেকদাম ইবনে মাদীকারাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র জন্তুর চামড়া পরতে এবং তার উপর আরোহণ করতে নিষেধ করেছেন। —আবু দাউদ, নাসায়ী
كتاب الطهارة
وَعَن الْمِقْدَام بن معدي كرب قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ جُلُودِ السِّبَاعِ وَالرُّكُوبِ عَلَيْهَا. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীস নং: ৫০৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৬। হযরত আবুল মালীহ ইবনে উসামাহ তার পিতা হতে বর্ণনা করেছেন। নবী পাক (ﷺ) হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী
كتاب الطهارة
وَعَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ وَزَاد التِّرْمِذِيّ والدارمي: أَن تفترش
হাদীস নং: ৫০৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৭। হযরত আবুল মালীহ হতে বর্ণিত রয়েছে যে, তিনি হিংস্র জন্তুর চামড়ার মূল্য মাকরূহ জানতেন। -তিরমিযী
كتاب الطهارة
وَعَن أبي الْمليح: أَنه ذكره ثمن جُلُود السبَاع. رَوَاهُ التِّرْمِذِيّ فِي اللبَاس من جَامعه وَسَنَده جيد