মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৭৬৩
- নামাযের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৩। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে যে, তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, (ইয়া রাসূলাল্লাহ সা)! মহিলারা কি শুধু জামা এবং ওড়না পরেই লুঙ্গি পরা ব্যতিরেকে নামায পড়তে পারে? তিনি বললেন, হ্যাঁ, যদি জামা এরূপ বড় হয় যে, পায়ের পাতা ঢেকে যায়। —আবু দাউদ
আবু দাউদ (রহ) বলেছেন যে, অনেক মুহাদ্দিছ এটাকে স্বয়ং উম্মে সালামা (রাযিঃ)-এর উক্তি বলেই সাব্যস্ত করেছেন। এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্তি নয়।
আবু দাউদ (রহ) বলেছেন যে, অনেক মুহাদ্দিছ এটাকে স্বয়ং উম্মে সালামা (রাযিঃ)-এর উক্তি বলেই সাব্যস্ত করেছেন। এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্তি নয়।
كتاب الصلاة
وَعَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتُصَلِّي الْمَرْأَةُ فِي درع وخمار لَيْسَ عَلَيْهَا إِزَارٌ؟ قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَذَكَرَ جمَاعَة وَقَفُوهُ على أم سَلمَة
তাহকীক:
হাদীস নং: ৭৬৪
- নামাযের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৪। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামায পড়ার সময় কাপড় ঝুলিয়ে দিতে এবং মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন। -আবু দাউদ, তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَهَى عَنِ السَّدْلِ فِي الصَّلَاةِ وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
তাহকীক:
হাদীস নং: ৭৬৫
- নামাযের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৫। হযরত শাদ্দাদ ইবনে আওস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা ইয়াহুদীদের বিপরীত করবে। তারা তাদের জুতা এবং মোজা পরে নামায পড়ে না। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَالِفُوا الْيَهُودَ فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا خِفَافِهِمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৭৬৬
- নামাযের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৬। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদেরকে নিয়ে নামায পড়ছিলেন। এমন সময় তিনি তার জুতা জোড়া খুলে বামদিকে রাখলেন। এটা দেখে লোকজনও তাদের জুতাসমূহ খুলে রাখল। নামাযান্তে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের জুতাগুলো খুলে রাখলে কেন? তারা বলল, আপনাকে জুতা খুলে রাখতে দেখে আমরাও খুলে রেখেছি। তিনি বললেন, আমাকে জিবরাঈল এসে জানিয়ে দিয়েছিল যে, আপনার পাদুকায় ময়লা রয়েছে। তোমাদের কেউ যখন মসজিদে আসবে তখন দেখবে, যদি তার জুতায় ময়লা থাকে তাহলে যেন তা মুছে পরিষ্কার করে ফেলবে এবং জুতা পরেই নামায পড়বে। -আবু দাউদ, দারেমী
كتاب الصلاة
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خلع نَعْلَيْه فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «مَا حَمَلَكُمْ على إلقائكم نعالكم؟» قَالُوا: رَأَيْنَاك ألقيت نعليك فَأَلْقَيْنَا نِعَالَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ جِبْرِيلَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فيهمَا قذرا إِذا جَاءَ أحدكُم إِلَى الْمَسْجِدَ فَلْيَنْظُرْ فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَو أَذَى فَلْيَمْسَحْهُ وَلِيُصَلِّ فِيهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
তাহকীক:
হাদীস নং: ৭৬৭
- নামাযের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৭। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ নামায পড়ার সময় যেন তার জুতা ডানদিকে না রাখে এবং বামদিকেও না রাখে, যাতে তা অন্যের ডানদিকে রাখা হয়ে যায়। অবশ্য বামদিকে কোন লোক না থাকলে তখন রাখা যায়; বরং তা নিজের দুই পায়ের মাঝখানে রাখতে পারে। বর্ণনান্তরে রয়েছে, অথবা তা পরিধান করেই নামায পড়বে। -আবু দাউদ
ইবনে মাজাহ (রহ)ও এইভাবে হাদীস রেওয়ায়াত করেছেন।
ইবনে মাজাহ (রহ)ও এইভাবে হাদীস রেওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَا يَضَعْ نَعْلَيْهِ عَنْ يَمِينِهِ وَلَا عَنْ يَسَارِهِ فَتَكُونَ عَنْ يَمِينِ غَيْرِهِ إِلَّا أَنْ لَا يَكُونَ عَنْ يسَاره أحد وليضعهما بَيْنَ رِجْلَيْهِ» . وَفَّى رِوَايَةٍ: «أَوْ لِيُصَلِّ فِيهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى ابْنُ مَاجَهْ مَعْنَاهُ
তাহকীক:
হাদীস নং: ৭৬৮
- নামাযের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে যে, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে দেখলাম, তিনি চাটাইয়ের উপর নামায পড়ছেন এবং তার উপরই সিজদাহ দিচ্ছেন। খুদরী (রাযিঃ) বলেন, আমি তাঁকে এক কাপড়েই নামায পড়তে দেখলাম তা বিপরীত দিক হতে স্কন্ধের উপর রেখে দিয়ে। -মুসলিম
كتاب الصلاة
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ. قَالَ: وَرَأَيْتُهُ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ. رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক: