মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮০৭
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮০৭। হযরত ইকরিমাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি মক্কায় এক শায়খের (হযরত আবু হুরায়রাহ (রাযিঃ)-এর) পিছনে নামায পড়লাম। তিনি নামাযে মোট বাইশবার তাকবীর বললেন। (অতঃপর) আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-এর নিকট বললাম যে, লোকটি নির্বোধ বৈকি! তা শুনে তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। (অর্থাৎ তুমি ধ্বংস হও)। এটা তো হযরত আবুল কাসেম (ﷺ)-এরই তরীকা। -বুখারী
كتاب الصلاة
وَعَنْ عِكْرِمَةَ قَالَ: صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّهُ أَحْمَقُ فَقَالَ: ثَكَلَتْكَ أُمُّكَ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮০৮
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮০৮। হযরত আলী ইবনে হোসায়েন মুরসাল সূত্রে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মাথা নীচু করবার কালে এবং উপরে উঠানোর কালে তাকবীর বলতেন। তিনি ইনতিকাল পর্যন্তই নামায এভাবে পড়েছেন। -মালেক
كتاب الصلاة
وَعَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ مُرْسَلًا قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي الصَّلَاة كلما خفض وَرفع فَلم تزل صلَاته حَتَّى لَقِي الله تَعَالَى. رَوَاهُ مَالك
হাদীস নং: ৮০৯
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮০৯। হযরত আলকামাহ (রহ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর (নামাযের মত) নামায পড়ে দেখাব না? অতঃপর নামায পড়লেন কিন্তু তাকবীরে তাহরীমা ছাড়া আর কোনস্থানে হাত উঠালেন না। -তিরমিযী, আবু দাউদ, নাসায়ী
আবু দাউদ বলেছেন, হাদীসটি এই অর্থে বিশুদ্ধ নয় (কিন্তু তিরমিযী এটিকে হাসান বলেছেন)।
كتاب الصلاة
وَعَنْ عَلْقَمَةَ قَالَ: قَالَ لَنَا ابْنُ مَسْعُودٍ: أَلا أُصَلِّي بكم صَلَاة رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى وَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا مَرَّةً وَاحِدَةً مَعَ تَكْبِيرَةِ الِافْتِتَاحِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ. وَقَالَ أَبُو دَاوُدَ: لَيْسَ هُوَ بِصَحِيح على هَذَا الْمَعْنى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১০
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮১০। হযরত আবু হুমাইদ সায়েদী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে দাঁড়ানোর সময় কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং হাত উঠিয়ে আল্লাহু আকবার বলতেন। —ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: الله أكبر. رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১১
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮১১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমাদেরকে যোহরের নামায পড়ালেন। তখন এক ব্যক্তি সর্ব পেছনের কাতারে ছিল এবং নামায যেনতেনভাবে আদায় করছিল। নামাযের সালাম ফিরাবার পর রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডাকলেন, হে অমুক! তুমি কি আল্লাহকে ভয় কর না? তুমি কি তোমার নামাযের দিকে লক্ষ্য রাখ না? তোমরা মনে করছ যে তোমাদের কার্যকলাপ আমার অজ্ঞাত থাকে? আল্লাহর কসম! নিশ্চয়ই আমি আমার পিছনের দিকও দেখি, যেভাবে আমার সম্মুখের দিক দেখি। -আহমদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظّهْر وَفِي مُؤخر الصُّفُوف رجل فَأَسَاءَ الصَّلَاةَ فَلَمَّا سَلَّمَ نَادَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا فُلَانُ أَلَا تَتَّقِي اللَّهَ؟ أَلَا تَرَى كَيْفَ تُصَلِّي؟ إِنَّكُمْ تُرَوْنَ أَنَّهُ يَخْفَى عَلَيَّ شَيْءٌ مِمَّا تَصْنَعُونَ وَاللَّهِ إِنِّي لَأَرَى مِنْ خَلْفِي كَمَا أَرَى من بَين يَدي» رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক: