মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯০২
- নামাযের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০২। হযরত আব্দুর রহমান ইবনে শিবল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন সিজদায় কাকের মত ঠোকর দিতে। হিংস্র প্রাণীর ন্যায় যমিনে হাত বিছিয়ে দিতে এবং উটের মত মসজিদের মধ্যে নিজের জন্য স্থান নির্দিষ্ট করে নিতে। -আবু দাউদ, নাসায়ী, দারেমী
كتاب الصلاة
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن نَقْرَةِ الْغُرَابِ وَافْتِرَاشِ السَّبُعِ وَأَنْ يُوَطِّنَ الرَّجُلُ الْمَكَانَ فِي الْمَسْجِدِ كَمَا يُوَطِّنُ الْبَعِيرُ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯০৩
- নামাযের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৩। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) (আমাকে) বললেন, হে আলী! আমি তোমার জন্য পছন্দ করি, যা আমার জন্য পছন্দ করি এবং তোমার জন্য অপছন্দ করি, যা আমার জন্য অপছন্দ করি। তুমি দুই সিজদার মাঝখানে হাত খাড়া করে নিতম্বের উপর বসো না। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ إِنِّي أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي لَا تقع بَين السَّجْدَتَيْنِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীস নং: ৯০৪
- নামাযের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৪। হযরত তালক ইবনে আলী হানাফী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ পাক সেই বান্দার নামাযের প্রতি সুনজরে তাকাবেন না, যে নামাযের রুকূ এবং সিজদায় পিঠ সোজা রাখে না। -আহমদ
كتاب الصلاة
وَعَن طلق بن عَليّ الْحَنَفِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى صَلَاةِ عَبْدٍ لَا يُقِيمُ فِيهَا صُلْبَهُ بَيْنَ ركوعها وسجودها» . رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯০৫
- নামাযের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৫। হযরত নাফে' হতে বর্ণিত। তিনি বলেছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) বলতেন, যে ব্যক্তি ললাট যমিনে রাখে (অর্থাৎ সিজদাহ করে) সে যেন উভয় হাতও তথায় রাখে, যেখানে কপাল রেখেছে। কেননা হস্তদ্বয় কপালের সিজদাহ করার ন্যায় সিজদাহ করে। —মালেক
كتاب الصلاة
وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ وَضَعَ جَبْهَتَهُ بِالْأَرْضِ فَلْيَضَعْ كَفَّيْهِ عَلَى الَّذِي وَضَعَ عَلَيْهِ جَبْهَتَهُ ثُمَّ إِذَا رَفَعَ فَلْيَرْفَعْهُمَا فَإِنَّ الْيَدَيْنِ تَسْجُدَانِ كَمَا يَسْجُدُ الْوَجْهُ. رَوَاهُ مَالك
tahqiq

তাহকীক: