মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৯০৯
- নামাযের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদ
৯০৯। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নামায পড়ার সময় বলতাম, আল্লাহর উপর শান্তি বর্ষিত হউক, তাঁর বান্দাদের পূর্বে জিবরাঈলের উপর শান্তি বর্ষিত হউক, মীকাইলের উপর শান্তি বর্ষিত এবং অমুক অমুকের উপর শান্তি বর্ষিত হউক। একদা রাসূলুল্লাহ (ﷺ) নামাযান্তে বললেন, তোমরা আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হউক বলো না। কেননা মহান আল্লাহ্ পাক নিজেই শাস্তি (দাতা)। তোমরা নামাযের মধ্যে বসে বলবে, “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াছ ছালাওয়াতু ওয়াত্তায়্যিবাতু আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ ছালিহীন” অর্থাৎ যাবতীয় সম্মান, সমস্ত উপাসনা এবং সমগ্র পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি আল্লাহর শান্তি, অনুগ্রহ ও তাঁর কল্যাণ বর্ষিত হউক এবং আমাদের প্রতিও আল্লাহর পুণ্য বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হউক। “তোমরা এরূপ বললে আসমান ও যমিনের প্রত্যেক পুণ্যবান বান্দার প্রতি তা পৌঁছে যাবে (তারপর তোমরা বলবে) আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা এবং তাঁর রাসূল। তারপর দোয়াসমূহের মধ্যে যে দোয়া পছন্দ হয় তাই করবে। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ التَّشَهُّدِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا السَّلَامُ عَلَى اللَّهِ قبل عباده السَّلَام على جِبْرِيل السَّلَام على مِيكَائِيل السَّلَام على فلَان وَفُلَان فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ: «لَا تَقُولُوا السَّلَامُ عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ فَإِذَا جَلَسَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ فَإِنَّهُ إِذَا قَالَ ذَلِكَ أَصَابَ كُلَّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ لْيَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ فيدعوه»
তাহকীক:
হাদীস নং: ৯১০
- নামাযের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদ
৯১০। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন কুরআনের সূরা শিক্ষা দেয়ার মত। তিনি বলতেন, “আত্তাহিয়্যাতুল্ মুবারাকাতুছ ছালাওয়াতুত্ তাইয়্যিবাতু লিল্লাহিস সালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিহ্ ছালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।” (অর্থাৎ যাবতীয় কল্যাণকর সম্মান, যাবতীয় ইবাদাত, যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি আল্লাহর শান্তি, তাঁর রহমত-বরকত, বর্ধিত হউক এবং আমাদের প্রতি ও আল্লাহর পুণ্যবান বান্দাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হউক। আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও তাঁর রাসূল। -মুসলিম, মিশকাত গ্রন্থকার বলেন, “সালামুন আলাইকা” এবং “সালামুন আলাইনা” আলিফ লাম ছাড়া বুখারী, মুসলিম ও এদের সঙ্কলন হুমাইদীর কিতাবে কোনখানে পাই নি কিন্তু জামেউল উছূল গ্রন্থকার তিরমিযী হতে এরূপই রেওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
بَابُ التَّشَهُّدِ
وَعَن عبد الله بن عَبَّاس أَنَّهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ» . رَوَاهُ مُسْلِمٌ وَلَمْ أَجِدْ فِي الصَّحِيحَيْنِ وَلَا فِي الْجَمْعِ بَين الصَّحِيحَيْنِ: «سَلام عَلَيْك» و «سَلام عَلَيْنَا» بِغَيْرِ أَلْفٍ وَلَامٍ وَلَكِنْ رَوَاهُ صَاحِبُ الْجَامِع عَن التِّرْمِذِيّ
তাহকীক: