মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৫৬
- নামাযের অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫৬। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নামাযে তাশাহহুদের পর বলতেন, সর্বোত্তম কালাম হল আল্লাহর কালাম এবং সর্বোত্তম আদর্শ হল মুহাম্মাদ (ﷺ)-এর আদর্শ। -নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي صَلَاتِهِ بَعْدَ التَّشَهُّدِ: «أَحْسَنُ الْكَلَامِ كَلَامُ اللَّهِ وَأَحْسَنُ الْهَدْيِ هدي مُحَمَّد» . رَوَاهُ النَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৫৭
- নামাযের অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে এক সালাম ফেরাতেন সামনের দিকে, তারপর ডানদিকে, সামান্য ঘুরতেন। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُول الله صلى يُسَلِّمُ فِي الصَّلَاةِ تَسْلِيمَةً تِلْقَاءَ وَجْهِهِ ثُمَّ تميل إِلَى الشق الْأَيْمن شَيْئا. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৫৮
- নামাযের অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫৮। হযরত সামুরাহ ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ইমামের সালামের জবাব দিতে এবং পরস্পরকে ভালবাসতে ও সালাম দিতে বলেছেন। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ سَمُرَةَ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَرُدَّ عَلَى الْإِمَامِ وَنَتَحَابَّ وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلَى بَعْضٍ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৫৯
- নামাযের অধ্যায়
১৮. প্রথম অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৫৯। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর তাকবীর পাঠ দ্বারাই তাঁর নামায শেষ হয়েছে বুঝতে পারতাম। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الذِّكْرِ بَعْدَ الصَّلَاةِ
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم بِالتَّكْبِيرِ
tahqiq

তাহকীক: