মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১০৯৭
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৭। হযরত নো'মান ইবনে বশীর (রাঃ) বলেন, যখন আমরা নামাযের জন্য দাঁড়াইতাম রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ছফ ঠিক করিতেন। যখন আমরা ঠিক হইয়া যাইতাম তিনি তকবীরে তাহরীমা বলিতেন। – আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا إِلَى الصَّلَاةِ فَإِذَا اسَتْوَيْنَا كَبَّرَ. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ১০৯৮
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আপন ডান দিকের প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, 'সোজা হইয়া দাঁড়াও, তোমাদের ছফ ঠিক কর।' এইরূপে বাম দিকের প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, 'সোজা হইয়া দাঁড়াও, তোমাদের ছফ ঠিক কর।' –আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَنْ يَمِينِهِ: «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . وَعَنْ يَسَارِهِ: «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُ
তাহকীক:
হাদীস নং: ১০৯৯
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মধ্যে উত্তম লোক তাহারাই, যাহারা নামাযের মধ্যে নিজেদের বাহুমূলসমূহকে নরম রাখে। –আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلَاة» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ১১০০
- নামাযের অধ্যায়
২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০০। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিতেন, সোজা হও! সোজা হও! সোজা হও! খোদার কসম, আমি তোমাদিগকে দেখিয়া থাকি আমার পিছন দিক হইতে, যেভাবে তোমাদিগকে দেখিয়া থাকি আমার সম্মুখে। –আবু দাউদ
كتاب الصلاة
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «اسْتَووا اسْتَوُوا اسْتَوُوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرَاكُمْ من خَلْفي كَمَا أَرَاكُم من بَين يَدي» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ১১০১
- নামাযের অধ্যায়
২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০১। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। ইহা শুনিয়া সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! দ্বিতীয় ছফের প্রতিও (এইরূপ দো'আ হউক)। তিনি বলিলেন, প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! দ্বিতীয় ছফের প্রতিও। তিনি বলিলেন, প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ দ্বিতীয় ছফের প্রতিও। তিনি বলিলেন, হ্যাঁ, দ্বিতীয় ছফের প্রতিও।
রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিলেন, তোমরা তোমাদের ছফ সোজা করিবে, তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সহিত সমপর্যায়ে রাখিবে এবং তোমাদের ভাইদের হাতে উহাদিগকে নরম রাখিবে অর্থাৎ, তাহারা মিলাইতে চাহিলে মিলিয়া যাইবে, আর তোমাদের মধ্যকার ফাঁকসমূহকে পূর্ণ করিবে। কেননা, শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে ছোট কাল ভেড়ার বাচ্চার ন্যায়। – আহমদ
রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিলেন, তোমরা তোমাদের ছফ সোজা করিবে, তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সহিত সমপর্যায়ে রাখিবে এবং তোমাদের ভাইদের হাতে উহাদিগকে নরম রাখিবে অর্থাৎ, তাহারা মিলাইতে চাহিলে মিলিয়া যাইবে, আর তোমাদের মধ্যকার ফাঁকসমূহকে পূর্ণ করিবে। কেননা, শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে ছোট কাল ভেড়ার বাচ্চার ন্যায়। – আহমদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الثَّانِي قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الثَّانِي قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ الله وعَلى الثَّانِي؟ قَالَ: «وعَلى الثَّانِي» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَوُّوا صُفُوفَكُمْ وَحَاذُوا بَيْنَ مَنَاكِبِكُمْ وَلِينُوا فِي أَيْدِي إِخْوَانِكُمْ وَسُدُّوا الْخَلَلَ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ بَيْنَكُمْ بِمَنْزِلَةِ الْحَذَفِ» يَعْنِي أَوْلَادَ الضَّأْنِ الصِّغَارِ. رَوَاهُ أَحْمد
তাহকীক: