মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৯
- নামাযের অধ্যায়
২৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মধ্যে উত্তম লোক তাহারাই, যাহারা নামাযের মধ্যে নিজেদের বাহুমূলসমূহকে নরম রাখে। –আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلَاة» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, তাহাদের বাহুমূলকে ধরিয়া কেহ যদি পরস্পরকে মিলাইতে চাহে তাহারা মিলিয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান