মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১১৮
- নামাযের অধ্যায়
২৬. প্রথম অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১১৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তিন ব্যক্তি হইবে, (দুই ব্যক্তি হইলেও) তখন যেন তাহাদের মধ্য হইতে একজন ইমামত করে এবং ইমামতের অধিকারী সে-ই, যে কোরআন অধিক ভাল পড়ে। —মুসলিম
كتاب الصلاة
بَابُ الْإِمَامَةِ
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانُوا ثَلَاثَةً فليؤمهم أحدهم وأحقهم بِالْإِمَامِ أَقْرَؤُهُمْ» . رَوَاهُ مُسْلِمٌ
وَذَكَرَ حَدِيثَ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ فِي بَابٍ بَعْدَ بَابِ «فَضْلِ الْأَذَانِ»
وَذَكَرَ حَدِيثَ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ فِي بَابٍ بَعْدَ بَابِ «فَضْلِ الْأَذَانِ»
তাহকীক:
হাদীস নং: ১১১৯
- নামাযের অধ্যায়
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১১৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন তোমাদের আযান যেন তোমাদের উত্তম লোকগণই দেয় এবং তোমাদের ইমামত যেন তোমাদের কারী লোকগণই করে। —আবু দাউদ
كتاب الصلاة
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيُؤَذِّنْ لَكُمْ خِيَارُكُمْ وليؤمكم قراؤكم» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: