মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১৪৯
- নামাযের অধ্যায়
২৮. তৃতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় বা নামায়, নিশ্চয় তাহার মাথা শয়তানের হাতে রহিয়াছে। (অর্থাৎ, শয়তানই তাহাকে এজন্য উদ্বুদ্ধ করিতেছে।) — মালেক
كتاب الصلاة
وَعنهُ قَالَ: الَّذِي يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُهُ قَبْلَ الْإِمَامِ فَإِنَّمَا ناصيته بيد الشَّيْطَان . رَوَاهُ مَالك
তাহকীক: