মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৫৯
- নামাযের অধ্যায়
৩০. প্রথম অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত

ফরয নামাযের আগে বা পরে নবী করীম (ﷺ) যেসকল নামায পড়িয়াছেন বা আমাদের পড়িতে বলিয়াছেন বা কোন সাহাবীকে পড়িতে দেখিয়া চুপ রহিয়াছেন, তাহারই নাম সুন্নত নামায। হুযুরের জন্য ইহা ছিল নফল অর্থাৎ, (ফরযের) অতিরিক্ত নামায।
এই সুন্নত নামায দুই প্রকার। (১) যাহা হুযূর সর্বদা পড়িয়াছেন বা আমাদের পড়িতে কড়াকড়ি নির্দেশ দিয়াছেন। ইহার নাম সুন্নতে মোআক্কাদা; আর (২) যাহা এইরূপ নহে, ইহার নাম সুন্নতে গায়রে মোআক্কাদা।
এসকল সুন্নত নামাযের বহু ফযীলত রহিয়াছে। ফরয নামাযের অনেক ভুল-ত্রুটি আল্লাহ্ তা'আলা ইহার দ্বারা পূরণ করিবেন বলিয়া হাদীসে উল্লেখ রহিয়াছে। সামনে ইহা আসিতেছে।
১১৫৯। হযরত বিবি উম্মে হাবীবা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লান বলিয়াছেনঃ যে এক দিন-রাত্রে (ফরয ব্যতীত) বার রাকআত নামায পড়িবে, তাহার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করা হইবে। চার রাকআত যোহরের ফরযের পূর্বে, দুই রাকআত উহার পরে, দুই রাকআত মাগরিবের ফরযের পরে, দুই রাকআত এশার (ফরজের) পরে এবং দুই রাকআত ফজরের ফরযের) পূর্বে। -তিরমিযী
কিন্তু মুসলিমের এক বর্ণনায় এইরূপ রহিয়াছে—উম্মে হাবীবা বলেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন যে কোন মুসলমান বান্দা আল্লাহর উদ্দেশ্যে ফরয ব্যতীত প্রত্যহ বার রাকআত নফল নামায পড়িবে, নিশ্চয় আল্লাহ্, তা'আলা তাহার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করিবেন।
كتاب الصلاة
بَابُ السُّنَنِ وَقَضَائِلِهَا
عَن أُمِّ حَبِيبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ: أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل صَلَاة الْفَجْرِ . رَوَاهُ التِّرْمِذِيُّ

وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي لاجنة أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ»