মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৭৩
- নামাযের অধ্যায়
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৩। তাবেয়ী নাফে (রঃ) হইতে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, কোরবানী কোরবানীর দিনের (অর্থাৎ, দশই যিলহজ্জের) পরেও দুই দিন। ইমাম মালেক ইহা বর্ণনা করিয়াছেন
كتاب الصلاة
وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ: الْأَضْحَى يَوْمَانِ بعد يَوْم الْأَضْحَى. رَوَاهُ مَالك
হাদীস নং: ১৪৭৪
- নামাযের অধ্যায়
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৪। এবং বলিয়াছেন, হযরত আলী (রাঃ) হইতেও এইরূপ একটি উক্তি রহিয়াছে।
كتاب الصلاة
وَقَالَ: وَبَلَغَنِي عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ مثله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৫
- নামাযের অধ্যায়
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনায় দশ বছর অবস্থান করিয়াছেন আর বরাবর কোরবানী করিয়াছেন। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضحي. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীস নং: ১৪৭৬
- নামাযের অধ্যায়
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৬। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) বলেন, এক দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! এই কোরবানী কি? হুযূর (ﷺ) উত্তর করিলেন, তোমাদের পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালামের সুন্নত ( নিয়ম)। তাহারা পুনরায় জিজ্ঞাসা করিলেন, ইহাতে আমাদের কি (সওয়াব) রহিয়াছে ইয়া রাসূলাল্লাহ্ ? হুযুর (ﷺ) বলিলেনঃ কোরবানীর পশুর প্রত্যেক লোমের পরিবর্তে একটি নেকী রহিয়াছে। তাঁহারা আবার জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! পশমওয়ালা পশুদের পরিবর্তে কি হইবে ? (ইহাদের পশম তো অনেক বেশী।) হুযূর (ﷺ) বলিলেন, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তেও একটি নেকী রহিয়াছে। (আল্লাহর দানের ভাণ্ডারকে কি তোমরা সঙ্কীর্ণ মনে করিতেছ ?) – আহমদ ও ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أبيكم إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام» قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ» . قَالُوا: فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَة» رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه
tahqiq

তাহকীক: