মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৫০৯
- নামাযের অধ্যায়
৫২. তৃতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, লোক যখন অনাবৃষ্টির কষ্টে পতিত হইত, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব-এর উসীলায় আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করিতেন। তিনি বলিতেনঃ "হে খোদা! আমরা তোমার নিকট প্রথমে আমাদের নবীর উসীলা পেশ করিতাম আর তুমি আমাদের বৃষ্টি দান করিতে, এখন আমরা তোমার নিকট আমাদের নবীর চাচার উসীলা পেশ করিতেছি। তুমি আমাদের বৃষ্টি দান কর। আনাস (রাঃ) বলেন, ইহাতে তাঁহাদিগকে বৃষ্টি দান করা হইত। — বোখারী
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذْ قحطوا استسقى بالبعاس بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ: اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ: فَيُسْقَوْنَ. رَوَاهُ الْبُخَارِيُّ
তাহকীক:
হাদীস নং: ১৫১০
- নামাযের অধ্যায়
৫২. তৃতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫১০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, নবীগণের মধ্যে এক নবী লোকদের লইয়া বৃষ্টি প্রার্থনায় বাহির হইলেন। দেখিলেন, একটি পিঁপড়া আপন (সম্মুখের) পা দুইটি আকাশের দিকে উঠাইয়া রাখিয়াছে (অর্থাৎ, বৃষ্টি প্রার্থনায় রত আছে)। ইহা দেখিয়া নবী (আঃ) বলিলেন, তোমরা ফিরিয়া যাও। এই পিঁপড়াটির কারণে তোমাদের প্রার্থনায় সাড়া দেওয়া হইয়াছে। —দারা কুতনী
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: خَرَجَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ بِالنَّاسِ يَسْتَسْقِي فَإِذا هُوَ بنملة رَافِعَة بعض قوائهما إِلَى السَّمَاءِ فَقَالَ: ارْجِعُوا فَقَدِ اسْتُجِيبَ لَكُمْ من أجل هَذِه النملة . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
তাহকীক:
হাদীস নং: ১৫১১
- নামাযের অধ্যায়
৫৩. প্রথম অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি পূরবী হাওয়া দ্বারা সাহায্যপ্রাপ্ত হইয়াছি এবং আদ জাতি পশ্চিমা হাওয়া দ্বারা ধ্বংস হইয়াছে। — মোত্তাঃ
كتاب الصلاة
بَابٌ فِي الرِّيَاحِ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَاد بالدبور»
তাহকীক: