মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৩২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬৩২। হযরত আব্দুর রহমান ইবনে কা'ব (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি (তাহাদিগকে) এই হাদীস বর্ণনা করিতেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের রূহ্ পাখী হইবে এবং বেহেশতের গাছের ফল খাইতে থাকিবে, যাবৎ না উহাকে আল্লাহ্ কিয়ামতের দিন উহার শরীরে ফিরাইয়া দিবেন। —মালেক ও নাসায়ী ; আর বায়হাকী কিতাবুল বা'সে ওয়াননুশূরে
كتاب الجنائز
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ قَالَ: أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّا نسمَة الْمُؤمن طير طَيْرٌ تَعْلُقُ فِي شَجَرِ الْجَنَّةِ حَتَّى يُرْجِعَهُ اللَّهُ فِي جَسَدِهِ يَوْمَ يَبْعَثُهُ» . رَوَاهُ مَالِكٌ وَالنَّسَائِيّ وَالْبَيْهَقِيّ فِي كتاب الْبَعْث والنشور
হাদীস নং: ১৬৩৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬৩৩। তাবেয়ী মুহাম্মাদ ইবনে মুনকাদির (রঃ) বলেন, আমি সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহর নিকট পৌঁছিলাম—তখন তিনি মৃত্যুবরণ করিতেছিলেন—এবং বলিলাম, তথায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আমার সালাম বলিবেন। —ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَهُوَ يَمُوتُ فَقُلْتُ: اقْرَأْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَام. رَوَاهُ ابْن مَاجَه
হাদীস নং: ১৬৩৫
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হইয়াছিল তিনটি ইয়ামনী সহুলী সাদা সুতী কাপড়ে। যাহাতে কামীস ও পাগড়ী ছিল না। মোত্তাঃ
كتاب الجنائز
بَابُ غُسْلِ الْمَيِّتِ وَتَكْفِيْنِه
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُفِّنَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ يَمَانِيَّةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلَا عِمَامَة
হাদীস নং: ১৬৩৯
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৯। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাফনে বেশী দামী কাপড় ব্যবহার করিও না। কেননা, উহা অচিরেই নষ্ট হইয়া যাইবে। —আবু দাউদ
كتاب الجنائز
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَغَالَوْا فِي الْكَفَنِ فَإِنَّهُ يُسْلَبُ سَلْبًا سَرِيعًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiq

তাহকীক: