মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১ টি

হাদীস নং: ১৬৭৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৬। কিন্তু নাসায়ী ইহাকে ইবরাহীম আশহালী হইতে, তিনি তাহার পিতা প্রমুখাৎ বর্ণনা করিয়াছেন এবং তাহার (নাসায়ীর) বর্ণনা أنثانا 'আমাদের নারীদিগকে' পর্যন্ত শেষ।
অপরদিকে আবু দাউদের বর্ণনায় রহিয়াছে, “যাহাকে জিন্দা রাখিবে, জিন্দা রাখ তাহাকে ঈমানের সাথে এবং যাহাকে মৃত্যু দান করিবে, মৃত্যু দান কর তাহাকে ইসলামের সাথে।” (অর্থাৎ, ঈমানের স্থলে ইসলাম এবং ইসলামের স্থলে ঈমান শব্দ রহিয়াছে।) এতদ্ব্যতীত আবু দাউদের বর্ণনায় বেশী রহিয়াছে, "তাহার (মৃত্যুর পরে আমাদিগকে পথভ্রষ্ট করিও না।" (আমাদিগকে বিপদে ফেলিও না-এর স্থলে।)
كتاب الجنائز
وَرَوَاهُ النَّسَائِيُّ عَنْ إِبْرَاهِيمَ الْأَشْهَلِيِّ عَنْ أَبِيهِ وانتهت رِوَايَته عِنْد قَوْله: و «أنثانا» . وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: «فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ وَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ» . وَفِي آخِرِهِ: «وَلَا تُضِلَّنَا بعده»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৭৭
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৭। হযরত ওয়াসেলা ইবনে আসকা' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের লইয়া মুসলমানদের এক ব্যক্তির জানাযার নামায পড়িলেন। তখন শুনিলাম, তিনি বলিতেছেন, “আল্লাহ্! অমুকের পুত্র অমুক তোমার দায়িত্বে এবং তোমার প্রতিবেশীত্বের আশ্রয়ে রহিল। অতএব, তুমি তাহাকে কবরের বিপদ এবং দোযখের আযাব হইতে রক্ষা করিও! তুমি হইতেছ প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্যের অধিকারী। আল্লাহ্! তুমি তাহাকে ক্ষমা করিও এবং তাহার প্রতি দয়া করিও। কেননা, নিশ্চয় তুমি হইতেছ অতি ক্ষমাশীল ও দয়াবান।” –আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ فَسَمِعْتُهُ يَقُولُ: «اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْن مَاجَه
হাদীস নং: ১৬৭৮
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মৃত ব্যক্তিদের ভাল কার্যসমূহের উল্লেখ করিবে এবং তাহাদের মন্দ কার্যসমূহের উল্লেখ হইতে বিরত থাকিবে। –আবু দাউদ ও তিরমিযী
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مُسَاوِيهِمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৭৯
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৯। তাবেয়ী নাফে' আবু গালেব বলেন, আমি সাহাবী হযরত আনাস ইবনে মালেকের পিছনে একটি পুরুষের জানাযার নামায পড়িলাম, (দেখিলাম,) তিনি তাহার মাথা বরাবর দাঁড়াইলেন। অতঃপর লোক কুরাইশ বংশের একটি নারীর লাশ আনিল এবং বলিল, হে আবু হামযা (আনাস), ইহার জানাযা পড়ুন! (দেখিলাম,) তিনি ইহার খাটিয়ার মধ্য বরাবর দাড়াইলেন। তখন তাঁহাকে আলা ইবনে যিয়াদ জিজ্ঞাসা করিলেন, আপনি নারীর খাটিয়ার যে বরাবর এবং পুরুষের (খাটিয়ার ) যথায় দাঁড়াইলেন তথায় দাড়াইতে কি আপনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছেন? তিনি উত্তর করিলেন, হ্যাঁ।— তিরমিযী ও ইবনে মাজাহ্
আবু দাউদ ইহার অনুরূপ বর্ণনা করিয়াছেন; কিন্তু কিছু বেশী বর্ণনা করিয়াছেন। উহাতে রহিয়াছে, তিনি নারীর কোমর বরাবর দাঁড়াইলেন।
[ব্যাখ্যা উপরের এক হাদীসে গিয়াছে।]
كتاب الجنائز
وَعَنْ نَافِعٍ أَبِي غَالِبٍ قَالَ: صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ عَلَى جَنَازَةِ رَجُلٍ فَقَامَ حِيَال رَأسه ثمَّ جاؤوا بِجَنَازَةِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ فَقَالُوا: يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ على الْجِنَازَة مَقَامَكَ مِنْهَا؟ وَمِنَ الرَّجُلِ مَقَامَكَ مِنْهُ؟ قَالَ: نَعَمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ نَحْوُهُ مَعَ زِيَادَةٍ وَفِيهِ: فَقَامَ عِنْد عجيزة الْمَرْأَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮০
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮০। তাবেয়ী হযরত আব্দুর রহমান ইবনে আবু লায়লা বলেন, সাহাবী হযরত সাহল ইবনে হুনাইফ ও সাহাবী হযরত কায়স ইবনে সা'দ (কুফার) কাদেসিয়া নামক স্থানে বসিয়াছিলেন, এমতাবস্থায় তাঁহাদের নিকট দিয়া একটি লাশ লইয়া যাওয়া হইল এবং তাহারা উভয়ে উঠিয়া দাড়াইলেন। তখন তাঁহাদিগকে বলা হইল, ইহা তো স্থানীয় এক অমুসলিম জিম্মির লাশ। উত্তরে তাঁহারা বলিলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট দিয়া এক লাশ অতিক্রম করিল এবং তিনি (তাহার জন্য) দাঁড়াইলেন। তখন তাঁহাকে বলা হইল, ইহা তো একজন ইহুদীর লাশ। উত্তরে হুযূর বলিলেনঃ তাহা কি প্রাণী নহে? (যাহার মৃত্যু হইতে শিক্ষা গ্রহণ করা উচিত।) — মোত্তাঃ
كتاب الجنائز
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: كَانَ ابْن حنيف وَقيس ابْن سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمُرَّ عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقيل لَهما: إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ: إِنَّهَا جَنَازَة يَهُودِيّ. فَقَالَ: «أليست نفسا؟»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮১। হযরত উবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন লাশের অনুগমন করিতেন, বসিতেন না যাবৎ না উহা কবরে রাখা হইত। একবার এক ইহুদী আলেম তাঁহার নিকট আসিলেন এবং বলিলেন, হে মুহাম্মাদ! আমরাও এইরূপ করিয়া থাকি। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) (দাঁড়ান ছাড়িয়া দিয়া) বসিতে লাগিলেন এবং বলিলেনঃ তোমরা তাহাদের বিরুদ্ধাচরণ করিবে। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্ ; কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব। রাবী বিশর ইবনে রাফে' কবী (সবল) নহে।
كتاب الجنائز
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَبِعَ جَنَازَةً لَمْ يَقْعُدْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ فَعَرَضَ لَهُ حَبْرٌ مِنَ الْيَهُودِ فَقَالَ لَهُ: إِنَّا هَكَذَا نضع يَا مُحَمَّدُ قَالَ: فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «خَالِفُوهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَبِشْرُ بْنُ رَافِعٍ الرَّاوِي لَيْسَ بِالْقَوِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮২। হযরত আলী মোরতয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (প্রথমে) আমাদিগকে জানাযা দেখিয়া দাঁড়াইতে বলিতেন। অতঃপর তিনি (উহা ত্যাগ করিয়া) বসিতে আরম্ভ করেন এবং আমাদিগকেও বসিতে নির্দেশ দেন। – আহমদ
كتاب الجنائز
وَعَنْ عَلِيٍّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِالْقِيَامِ فِي الْجَنَازَةِ ثُمَّ جَلَسَ بَعْدَ ذَلِكَ وَأَمَرَنَا بِالْجُلُوسِ. رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৩। তাবেয়ী মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ) বলেন, একবার একটি লাশ হযরত ইমাম হাসান ইবনে আলী ও হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের নিকট দিয়া অতিক্রম করিল। এ সময় হযরত হাসান দাঁড়াইলেন এবং হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস দাঁড়াইলেন না। তখন হযরত হাসান বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কি একটি ইহুদী লাশের জন্য দাঁড়ান নাই। তিনি বলিলেন, হ্যাঁ; কিন্তু পরে তিনি বসিয়া থাকিতেন। – নাসায়ী
كتاب الجنائز
وَعَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ: إِنَّ جَنَازَةً مَرَّتْ بِالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ فَقَامَ الْحَسَنُ وَلَمْ يَقُمِ ابْنُ عَبَّاسٍ فَقَالَ الْحَسَنُ: أَلَيْسَ قَدْ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجَنَازَةِ يَهُودِيٍّ؟ قَالَ: نَعَمْ ثُمَّ جلس. رَوَاهُ النَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৪
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৪। ইমাম জা'ফর সাদেক তাঁহার পিতা ইমাম মুহাম্মাদ বাকের হইতে বর্ণনা করেন যে, ইমাম হাসান ইবনে আলী এক জায়গায় বসিয়াছিলেন, এমন সময় তাহার নিকট দিয়া একটি লাশ লইয়া যাওয়া হইল। লোক উহার জন্য দাঁড়াইয়া রহিল, যাবৎ না উহা স্থান অতিক্রম করিল। (ইহা দেখিয়া) ইমাম হাসান বলিলেন, শুন! একবার একটি ইহুদীর লাশ লইয়া যাওয়া হইতেছিল; আর রাসূলুল্লাহ্ (ﷺ) তখন উহার রাস্তায় বসিয়াছিলেন।" তখন তিনি নাপছন্দ করিলেন যে, একটি ইহুদীর লাশ তাঁহার মাথার উপর থাকিবে। অতএব, তিনি উঠিয়া দাঁড়াইলেন। —নাসায়ী
كتاب الجنائز
وَعَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ كَانَ جَالِسًا فَمُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ فَقَامَ النَّاسُ حَتَّى جَاوَزَتِ الْجَنَازَةُ فَقَالَ الْحَسَنُ: إِنَّمَا مُرَّ بِجَنَازَةِ يَهُودِيٍّ وَكَانَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى طَرِيقِهَا جَالِسا وَكره أَن تعلوا رَأسه جَنَازَة يَهُودِيّ فَقَامَ. رَوَاهُ النَّسَائِيّ
হাদীস নং: ১৬৮৫
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৫। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের নিকট দিয়া কোন লাশ অতিক্রম করিবে, ইহুদীর হউক বা নাসারানীর বা মুসলমানের, তোমরা উহার জন্য দাঁড়াইবে। কেননা, তোমরা উহার সম্মানে দাঁড়াইতেছ না, তোমরা দাঁড়াইতেছ উহার সহিত যে সকল ফিরিশতা রহিয়াছেন তাঁহাদের সম্মানার্থে। – আহমদ
كتاب الجنائز
وَعَنْ أَبِي مُوسَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا مَرَّتْ بِكَ جَنَازَةُ يَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ أَوْ مُسْلِمٍ فَقُومُوا لَهَا فَلَسْتُمْ لَهَا تَقُومُونَ إِنَّمَا تَقُومُونَ لِمَنْ مَعهَا من الْمَلَائِكَة» . رَوَاهُ أَحْمد
হাদীস নং: ১৬৮৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৬। হযরত আনাস (রাঃ) বলেন, একবার একটি লাশ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পাশ দিয়া অতিক্রম করিল। তিনি উঠিয়া দাঁড়াইলেন, তখন তাঁহাকে বলা হইল যে, ইহা তো একটি ইহুদীর লাশ! তিনি বলিলেনঃ আমি ফিরিশতাদের জন্য দাঁড়াইয়াছি।— নাসায়ী
كتاب الجنائز
وَعَنْ أَنَسٍ أَنَّ جَنَازَةً مَرَّتْ بِرَسُولِ اللَّهِ فَقَامَ فَقِيلَ: إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ: «إِنَّمَا قُمْت للْمَلَائكَة» . رَوَاهُ النَّسَائِيّ
tahqiq

তাহকীক: