মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২১০৬
- রোযার অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, এ'তেকাফকারীর পক্ষে এই নিয়ম পালন করা আবশ্যকঃ (১) সে যেন কোন পীড়িতকে দেখিতে না যায়, (২) কোন জানাযাতে হাযির না হয় (৩) স্ত্রী-সহবাস না করে এবং (৪) তাহার সাথে ঘেঁষাঘেঁষি না করে এবং (৫) কোন আবশ্যকে বাহির না হয়, যদি না উহার জন্য নাচার হইয়া পড়ে। এ ছাড়া (৬) এ'তেকাফ হয় না রোযা ব্যতীত এবং (৭) এ'তেকাফ হয় না জামে মসজিদ ব্যতীত। –আবু দাউদ
كتاب الصوم
وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَتْ: السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا وَلَا يَشْهَدُ جِنَازَةً وَلَا يَمَسُّ الْمَرْأَةَ وَلَا يُبَاشِرُهَا وَلَا يَخْرُجُ لِحَاجَةٍ إِلَّا لِمَا لابد مِنْهُ وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ২১০৭
- রোযার অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) প্রমুখাৎ নবী করীম (ﷺ) হইতে বর্ণিত আছে যে, তিনি যখন এ'তেকাফ করিতেন, তাঁহার জন্য মসজিদে তাঁহার বিছানা পাতা হইত এবং তথায় তাঁহার জন্য তাঁহার খাটিয়া স্থাপন করা হইত 'উস্তুওয়ানায়ে তওবা' বা অনুতাপের খুঁটির পিছনে। —ইবনে মাজাহ্
كتاب الصوم
عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا اعْتَكَفَ طُرِحَ لَهُ فِرَاشُهُ أَوْ يُوضَعُ لَهُ سَرِيرُهُ وَرَاءَ أسطوانه التَّوْبَة. رَوَاهُ ابْن مَاجَه
তাহকীক: