মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৯- কুরআনের ফাযাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২২১৪
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন জিবরাঈল (আঃ) আমাকে এক রীতিতে কোরআন পড়াইলেন, আর আমি তাহাকে ফেরত পাঠাইলাম এবং আল্লাহর নিকট ইহার (সংখ্যা) বৃদ্ধি চাহিতে লাগিলাম। তিনি আমার জন্য উহা বৃদ্ধি করিতে লাগিলেন, অবশেষে উহা সাত রীতিতে পৌঁছিল। রাবী ইবনে শেহাব (মুহুরী) বলেন, বিশ্বস্ত সূত্রে আমার নিকট ইহা পৌঁছিয়াছে যে, এই সাত রীতি অর্থের দিক দিয়া একই হালাল-হারামে বিভিন্ন নহে। মোত্তাঃ
كتاب فضائل القرآن
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقْرَأَنِي جِبْرِيل على حرف فَرَاجعه فَلم أزل استزيده ويزيدني حَتَّى انْتهى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ» . قَالَ ابْنُ شِهَابٍ: بَلَغَنِي أَنَّ تِلْكَ السَّبْعَةَ الْأَحْرُفَ إِنَّمَا هِيَ فِي الْأَمْرِ تَكُونُ وَاحِدًا لَا تَخْتَلِفُ فِي حَلَالٍ وَلَا حرَام

তাহকীক:
হাদীস নং: ২২১৫
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১৫। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত জিবরাঈলের সাক্ষাৎ লাভ করিলেন। বলিলেনঃ হে জিবরাঈল, আমি একটি নিরক্ষর উম্মতের প্রতি প্রেরিত হইয়াছি, ইহাদের মধ্যে রহিয়াছে প্রবীণা বৃদ্ধা ও প্রবীণ বৃদ্ধ, কিশোর ও কিশোরী এবং এমন ব্যক্তি যে কখনও কোন লেখা পড়ে নাই। তিনি বলিলেন, হে মুহাম্মাদ! (ভয় নাই,) কোরআন সাত রীতিতে নাযিল করা হইল। তিরমিযী। আহমদ ও আবু দাউদের এক বর্ণনায় অতিরিক্ত রহিয়াছে, উহাদের প্রত্যেক রীতিই (অন্তর রোগের জন্য ) আরোগ্য দানকারী ও যথেষ্ট।
কিন্তু নাসায়ীর এক বর্ণনায় ইহার বিস্তারিত বিবরণ এইরূপ রহিয়াছে, হুযূর বলেন, জিবরাঈল (আঃ) ও মীকাঈল (আঃ) আমার নিকট আসিলেন এবং জিবরাঈল আমার ডান দিকে ও মীকাঈল আমার বাম দিকে বসিলেন। জিবরাঈল বলিলেন, আপনি আমার নিকট হইতে কোরআন পড়িয়া লন এক রীতিতে। তখন মীকাঈল বলিলেন, আপনি তাঁহার নিকট বৃদ্ধির আবেদন করুন। (আমি তাহা করিলাম,) অবশেষে উহা সাত পর্যন্ত পৌঁছিল। সুতরাং উহাদের প্রত্যেক রীতিই আরোগ্য দানকারী ও যথেষ্ট ।
কিন্তু নাসায়ীর এক বর্ণনায় ইহার বিস্তারিত বিবরণ এইরূপ রহিয়াছে, হুযূর বলেন, জিবরাঈল (আঃ) ও মীকাঈল (আঃ) আমার নিকট আসিলেন এবং জিবরাঈল আমার ডান দিকে ও মীকাঈল আমার বাম দিকে বসিলেন। জিবরাঈল বলিলেন, আপনি আমার নিকট হইতে কোরআন পড়িয়া লন এক রীতিতে। তখন মীকাঈল বলিলেন, আপনি তাঁহার নিকট বৃদ্ধির আবেদন করুন। (আমি তাহা করিলাম,) অবশেষে উহা সাত পর্যন্ত পৌঁছিল। সুতরাং উহাদের প্রত্যেক রীতিই আরোগ্য দানকারী ও যথেষ্ট ।
كتاب فضائل القرآن
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ فَقَالَ:   يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمُ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلَامُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ: يَا مُحَمَّد إِن الْقُرْآن أونزل عَلَى سَبْعَةِ أَحْرُفٍ  . رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةٍ لِأَحْمَدَ وَأَبِي دَاوُدَ: قَالَ: «لَيْسَ مِنْهَا إِلَّا شَافٍ كَافٍ» . وَفِي رِوَايَةٍ لِلنَّسَائِيِّ قَالَ:   إِنَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ أَتَيَانِي فَقَعَدَ جِبْرِيلُ عَنْ يَمِينِي وَمِيكَائِيلُ عَنْ يَسَارِي فَقَالَ جِبْرِيلُ: اقْرَأِ الْقُرْآنَ عَلَى حَرْفٍ قَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ حَتَّى بَلَغَ سَبْعَة أحرف فَكل حرف شاف كَاف

তাহকীক: