মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৯- কুরআনের ফাযাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২১৬
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১৬। হযরত এমরান ইবনে হুসাইন (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একবার তিনি এক ওয়ায়েয বা গল্পকথকের নিকট পৌঁছিলেন, দেখিলেন, সে কোরআন পড়িতেছে আর মানুষের নিকট সওয়াল করিতেছে। তিনি দুঃখে ইন্না লিল্লাহি পড়িলেন, অতঃপর বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে কোরআন পড়ে সে যেন উহার বিনিময়ে আল্লাহর নিকট সওয়াল করে। শীঘ্রই এমন লোকেরা আসিবে যাহারা কোরআন পড়িয়া উহার বিনিময়ে মানুষের নিকট সওয়াল করিবে। —আহমদ ও তিরমিযী
كتاب فضائل القرآن
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ مَرَّ عَلَى قَاصٍّ يَقْرَأُ ثُمَّ يَسْأَلُ. فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قَرَأَ الْقُرْآنَ فليسأل الله بِهِ فَإِنَّهُ سَيَجِيءُ أَقوام يقرؤون الْقُرْآنَ يَسْأَلُونَ بِهِ النَّاسَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২১৭
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১৭। হযরত বুরায়দা আসলামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোরআন পড়িয়া মানুষের নিকট খাবার মাগিবে, কেয়ামতে সে এমন অবস্থায় উপস্থিত হইবে যে তাহার চেহারায় হাড় থাকিবে, উহার উপর গোশত থাকিবে না। —বায়হাকী শো' আবুল ঈমানে
كتاب فضائل القرآن
عَن بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ الْقُرْآنَ يَتَأَكَّلُ بِهِ النَّاسَ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ عظم لَيْسَ عَلَيْهِ لحم» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
tahqiq

তাহকীক: