মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১০- যাবতীয় দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১০ টি

হাদীস নং: ২২৪৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৩। হযরত ইবনে আব্বাসের বর্ণনায় রহিয়াছে, হুযূর বলিয়াছেন, আল্লাহর নিকট মাগিবে তোমরা তোমাদের করের পেট দ্বারা এবং মাগিবে না তাঁহার নিকট উহার পিঠ দ্বারা, অতঃপর যখন তোমরা দো'আ শেষ করিবে, কর দ্বারা তোমাদের চেহারা মুছিবে। —আবু দাউদ
كتاب الدعوات
وَفِي رِوَايَةِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «سَلُوا اللَّهَ بِبُطُونِ أَكُفِّكُمْ وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا فَإِذَا فَرَغْتُمْ فامسحوا بهَا وُجُوهكُم» . رَوَاهُ دَاوُد
হাদীস নং: ২২৪৪
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৪। হযরত সালমান ফারেসী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের পরওয়ারদেগার লজ্জাশীল ও দাতা; লজ্জাবোধ করেন তাঁহার কোন বান্দা তাঁহার নিকট দুই হাত উঠাইলে উহা খালি ফিরাইয়া দিতে। —তিরমিযী ও আবু দাউদ। আর বায়হাকী— দা'ওয়াতুল কবীরে ।
كتاب الدعوات
وَعَن سَلْمَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي الدَّعوات الْكَبِير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৪৫
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৫। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন দো'আয় হাত উঠাইতেন উহা দ্বারা আপন মুখমণ্ডল মাসেহ করা ছাড়া নামাইতেন না। —তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ لَمْ يَحُطَّهُمَا حَتَّى يمسح بهما وَجهه. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৪৬
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অল্প কথায় বেশী অর্থবোধক দো আকে পছন্দ করিতেন এবং উহা ছাড়া অপর দো'আ (কোন সময় ) ছাড়িয়া দিতেন। —আবু দাউদ
كتاب الدعوات
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ الْجَوَامِعَ مِنَ الدُّعَاءِ وَيَدَعُ مَا سِوَى ذَلِكَ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৪৭
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অনুপস্থিত ব্যক্তির জন্য অনুপস্থিত ব্যক্তির (অর্থাৎ, পরের জন্য পরের) দো'আই সত্বর কবুল হয়। – তিরমিযী ও আবু দাউদ
كتاب الدعوات
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن أَسْرَعَ الدُّعَاءِ إِجَابَةً دَعْوَةُ غَائِبٍ لِغَائِبٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৪৮
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৮। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, একবার আমি নবী করীম (ﷺ)-এর নিকট ওমরা করার অনুমতি চাহিলাম। তিনি আমাকে অনুমতি দিলেন এবং বলিলেনঃ ভাই, তোমার দোআতে আমাকেও শামিল করিও এবং আমায় ভুলিও না। ওমর (রাঃ) বলেন, হুযূর আমাকে এমন একটি কথা বলিলেন, যাহার পরিবর্তে আমাকে সমগ্র দুনিয়া দেওয়া হইলেও আমি এত খুশী হইতাম না। –আবু দাউদ ও তিরমিযী। কিন্তু তিরমিযীর বর্ণনা আমাকে ভুলিও না' পর্যন্তই শেষ।
كتاب الدعوات
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعُمْرَةِ فَأَذِنَ لِي وَقَالَ: «أَشْرِكْنَا يَا أُخَيُّ فِي دُعَائِكَ وَلَا تَنْسَنَا» . فَقَالَ كَلِمَةً مَا يَسُرُّنِي أَنَّ لِيَ بِهَا الدُّنْيَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَانْتَهَتْ رِوَايَتُهُ عِنْدَ قَوْلِهِ «لَا تنسنا»
হাদীস নং: ২২৪৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তির দো'আ ফিরাইয়া দেওয়া হয় না। রোযাদারের দোআ, যখন সে ইফতার করে, ন্যায়বিচারক শাসকের দোআ এবং অত্যাচারিতের দোআ। তাহার দো'আকে আল্লাহ্ মেঘের উপর উঠাইয়া লন এবং উহার জন্য আসমানের দরজা খুলিয়া দেওয়া হয় এবং পরওয়ারদেগারে আলম বলেন, আমার ইজ্জত-সম্মানের কসম — আমি নিশ্চয় তোমার সাহায্য করিব, যদিও কিছু সময় পাছে হয়। – তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حِينَ يُفْطِرُ وَالْإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بعد حِين . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীস নং: ২২৫০
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিনটি দো'আ কবুল হয়, ইহাতে কোন সন্দেহ নাই। পিতার দো'আ, মুসাফিরের দোআ ও উৎপীড়িতের দোআ। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٍ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْمَظْلُومِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৫১
- যাবতীয় দোয়া-যিক্‌র
তৃতীয় অনুচ্ছেদ
২২৫১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের প্রত্যেকেই যেন আপন পরওয়ারদেগারের নিকট আপন যাবতীয় আবশ্যক ভিক্ষা করে, এমন কি যখন তাহার জুতার দোয়ালী ছিঁড়িয়া যায়, তাহাও ভিক্ষা করে।
كتاب الدعوات
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعله إِذا انْقَطع»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৬৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৬৩। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে আপন প্রভু প্রতিপালকের স্মরণ করে এবং যে স্মরণ করে না, তাহাদের উদাহরণ যথাক্রমে জীবিত ও মৃতের ন্যায়। মোত্তাঃ
كتاب الدعوات
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ مَثَلُ الْحَيّ وَالْمَيِّت»
tahqiq

তাহকীক: