মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১০- যাবতীয় দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৮৭
- যাবতীয় দোয়া-যিক্‌র
আল্লাহর নাম পর্বঃ
প্রথম অনুচ্ছেদ
২২৮৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলার নিরানব্বই—এক কম একশতটি —নাম রহিয়াছে। যে উহা মুখস্থ করিবে বেহেশতে যাইবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, বিজোড়কে ভালবাসেন। —মোত্তাঃ
كتاب الدعوات
بَاب أَسمَاء الله تَعَالَى:
اَلْفَصْلُ الْأَوَّلُ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ» . وَفِي رِوَايَة: «وَهُوَ وتر يحب الْوتر»