মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৮৬
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা এই দুই কোণ–রোকনে ইয়ামানীর কোণ ও হাজারে আসওয়াদ কোণ-কে স্পর্শ করিতে ছাড়ি নাই ভীড়ে অ-ভীড়ে, যখন হইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উহাদিগকে স্পর্শ করিতে দেখিয়াছি। — মোত্তাঃ
كتاب المناسك
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: مَا تَرَكْنَا اسْتِلَامَ هَذَيْنِ الرُّكْنَيْنِ: الْيَمَانِي وَالْحَجَرِ فِي شِدَّةٍ وَلَا رخاء مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يستلمهما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৮৭
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৭। বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় আছে—নাফে' বলেন, আমি হযরত ইবনে ওমরকে দেখিয়াছি হাজারে আসওয়াদকে আপন হাত দ্বারা স্পর্শ করিতে অতঃপর হাতকে চুমা দিতে এবং তাঁহাকে এই বলিতেও শুনিয়াছি, আমি উহা কখনও ত্যাগ করি নাই, যখন হইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উহা করিতে দেখিয়াছি।
كتاب المناسك
وَفِي رِوَايَةٍ لَهُمَا: قَالَ نَافِعٌ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يَسْتَلِمُ الْحَجَرَ بِيَدِهِ ثُمَّ قَبَّلَ يَدَهُ وَقَالَ: مَا تَرَكْتُهُ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৮৮
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৮। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এই অভিযোগ করিলাম যে, আমি অসুস্থ। তিনি বলিলেনঃ তবে তুমি সওয়ার হইয়া লোকের পিছন দিয়া তওয়াফ কর। উম্মে সালামা বলেন, আমি তওয়াফ করিলাম, আর রাসূলুল্লাহ্ (ﷺ) তখন বায়তুল্লাহ্ শরীফের পার্শ্বে দাড়াইয়া নামায পড়িতেছিলেন এবং উহাতে 'সূরা তূর ওয়া কিতাবিমমাসতূর' পাঠ করিতেছিলেন। —মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَشْتَكِي. فَقَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ يَقْرَأُ ب (الطُّورِ وكِتَابٍ مسطور)
হাদীস নং: ২৫৮৯
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৯। হযরত আবেস ইবনে রবীআ বলেন, আমি হযরত ওমর (রাঃ)-কে হাজারে আসওয়াদ চুমা দিতে দেখিয়াছি এবং এই বলিতে শুনিয়াছি—আমি নিশ্চিতরূপে জানি যে, তুমি এমন একটি পাথর যাহা কাহাকেও লাভ-লোকসান পৌঁছাইতে পার না, যদি আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তোমায় চুমা দিতে না দেখিতাম, তবে আমি কখনও তোমাকে চুমা দিতাম না। – মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ قَالَ: رَأَيْت عمر يقبل الْحجر وَيَقُول: وَإِنِّي لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ مَا تَنْفَعُ وَلَا تَضُرُّ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقبل مَا قبلتك
হাদীস নং: ২৫৯০
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৯০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ রোকনে ইয়ামানীর সাথে সত্তর জন ফিরিশতা নিয়োজিত রহিয়াছেন। যখন কোন ব্যক্তি বলে, “হে খোদা! আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও কুশল প্রার্থনা করি। হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতে ভালাই ও আখেরাতে ভালাই দান কর এবং দোযখের শাস্তি হইতে আমাদিগকে রক্ষা কর”, তখন তাহারা বলেন, আমীন! খোদা তুমি কবুল কর। —ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وُكِّلَ بِهِ سَبْعُونَ مَلَكًا» يَعْنِي الرُّكْنَ الْيَمَانِيَ فَمَنْ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ قَالُوا: آمين . رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৯১
- হজ্জ্বের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৯১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি বায়তুল্লাহ্ শরীফের সাত পাক তওয়াফ করিয়াছে এবং তাহাতে এ ছাড়া কোন কথা বলে নাই, “সুবহানাল্লাহি ওয়াল-হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্”— তাহার দশটি গোনাহ্ মুছিয়া দেওয়া হইবে এবং দশটি নেকী তাহার জন্য লেখা হইবে, অধিকন্তু তাহার দশটি মর্যাদা বাড়াইয়া দেওয়া হইবে। আর যে ব্যক্তি তওয়াফের অবস্থায় কথা বলিয়াছে, সে আল্লাহর রহমতে আপন পা দিয়া ঢেউ দিয়াছে, যেমন কোন ব্যক্তি আপন পা দ্বারা পানিতে ঢেউ দিয়া থাকে। —ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ طَافَ بِالْبَيْتِ سَبْعًا وَلَا يَتَكَلَّمُ إِلَّا بِ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مُحِيَتْ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ. وَمَنْ طَافَ فَتَكَلَّمَ وَهُوَ فِي تِلْكَ الْحَالِ خَاضَ فِي الرَّحْمَةِ بِرِجْلَيْهِ كَخَائِضِ الماءِ برجليه . رَوَاهُ ابْن مَاجَه