মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৮৯
- হজ্জ্বের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৯। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে নিষেধ করিতে শুনিয়াছেন, স্ত্রীলোকেরা তাহাদের এরামে দাস্তানা, বোরকা এবং যে কাপড় ওয়ার্স বা জাফরানে রঞ্জিত তাহা পরিতে। ইহার পর তাহারা পরিতে পারে যেকোন রকমের কাপড় পছন্দ করে—কুসুমী হউক বা রেশমী অথবা যেকোন রকমের জেওর অথবা পায়জামা বা পিরান বা মোজা। –আবু দাউদ
كتاب المناسك
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عُمَرَ: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى النِّسَاءَ فِي إِحْرَامِهِنَّ عَنِ الْقُفَّازَيْنِ وَالنِّقَابِ وَمَا مَسَّ الْوَرْسُ وَالزَّعْفَرَانُ مِنَ الثِّيَابِ وَلْتَلْبَسْ بَعْدَ ذَلِكَ مَا أحبَّتْ من ألوانِ الثيابِ معصفر أوخز أَو حلي أَو سروايل أَو قميصٍ أَو خُفٍّ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ২৬৯০
- হজ্জ্বের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯০। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে এহরাম অবস্থায় ছিলাম, আর আরোহীদল আমাদের নিকট দিয়া অতিক্রম করিত। যখন তাহারা আমাদের বরাবরে আসিত, আমাদের প্রত্যেকেই আপন মাথার চাদর চেহারার উপর লটকাইয়া দিত, আর যখন অতিক্রম করিত আমরা উহা খুলিয়া দিতাম। –আবু দাউদ। আর ইবনে মাজাহ্ উহার মর্মার্থ।
كتاب المناسك
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا جَاوَزُوا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وجهِها فإِذا جاوزونا كشفناهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَلابْن مَاجَه مَعْنَاهُ
হাদীস নং: ২৬৯১
- হজ্জ্বের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) এহরাম অবস্থায় অ-খোশবুদার তৈল ব্যবহার করিতেন। —তিরমিযী
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدَّهِنُ بالزيت وَهُوَ محرمٌ غيرَ المقنّتِ يَعني غيرَ المطيَّبِ. رَوَاهُ التِّرْمِذِيّ