মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৮৮০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৮০। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ক্রেতা ও বিক্রেতার মধ্যে যদি কোন মতবিরোধ হয় (এবং কোন পক্ষেই সাক্ষী না থাকে), তবে সেই ক্ষেত্রে বিক্রেতার কথা অগ্রগণ্য হইবে এবং ক্রেতার জন্য অবকাশ (এখতিয়ার) থাকিবে (ক্রয় ভঙ্গ করিয়া দেওয়ার)। —তিরমিযী। ইবনে মাজাহ্ ও দারেমীর বর্ণনায় আছে—ক্রেতা ও বিক্রেতার মধ্যে যদি বিরোধ হয় এবং বিক্রীত বস্তু হুবহু বর্তমান থাকে ; আর কোন পক্ষে সাক্ষী না থাকে, তবে বিক্রেতার কথা অগ্রগণ্য হইবে; অথবা উভয়ে ক্রয় বিক্রয়কে ভঙ্গ করিয়া পরস্পর বস্তু ও মূল্য ফেরত নিয়া নিবে।
كتاب البيوع
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اخْتَلَفَ الْبَيِّعَانِ فَالْقَوْلُ قَوْلُ الْبَائِعِ وَالْمُبْتَاعُ بِالْخِيَارِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةِ ابْنِ مَاجَهْ وَالدَّارِمِيِّ قَالَ: «الْبَيِّعَانِ إِذَا اخْتَلَفَا وَالْمَبِيعُ قَائِمٌ بِعَيْنِهِ وَلَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ فَالْقَوْلُ مَا قَالَ الْبَائِعُ أَو يترادان البيع»
তাহকীক:
হাদীস নং: ২৮৮১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৮১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মুসলমান ভ্রাতার (অনুরোধ রক্ষার্থে তাহার) ক্রয় বা বিক্রয়কে ভঙ্গ করিবে, কিয়ামত দিবসে আল্লাহ্ তা'আলা তাহার গোনাহ্ মাফ করিবেন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَقَالَ مُسْلِمًا أقاله اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
وَفِي «شَرْحِ السُّنَّةِ» بِلَفْظِ «الْمَصَابِيحِ» عَن شُرَيْح الشَّامي مُرْسلا
وَفِي «شَرْحِ السُّنَّةِ» بِلَفْظِ «الْمَصَابِيحِ» عَن شُرَيْح الشَّامي مُرْسلا
তাহকীক: