মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮৮২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৮২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তি একখণ্ড ভূমি অপর ব্যক্তি হইতে ক্রয় করিল। ক্রেতা ঐ ভূমির মধ্যে একটি কলসে স্বর্ণ পাইল। সে বিক্রেতাকে বলিল, তোমার স্বর্ণ তুমি নিয়া যাও; আমি তো শুধু ভূমি ক্রয় করিয়াছি—আমি স্বর্ণ ক্রয় করি নাই। বিক্রেতা বলিল, ভূমি এবং ভূমির মধ্যে যাহাকিছু আছে সবই আমি বিক্রি করিয়া দিয়াছি। তাহারা উভয়ে বিরোধ মীমাংসার জন্য তৃতীয় ব্যক্তির নিকট গেল। ঐ ব্যক্তি তাহাদের উভয়কে জিজ্ঞাসা করিল, তোমাদের সন্তান-সন্ততি আছে কি? তাহাদের একজন বলিল, আমার একটি ছেলে আছে, অপরজন বলিল, আমার একটি মেয়ে আছে। ঐ ব্যক্তি বলিল, তোমাদের ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পাদন কর এবং এই স্বর্ণ ঐ বিবাহে ব্যয় কর। আর (যাহা অবশিষ্ট থাকে তাহা) দান খয়রাত করিয়া দাও। –মোত্তাঃ
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم: اشْترى رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ عَقَارًا مِنْ رَجُلٍ فَوَجَدَ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ: خُذْ ذَهَبَكَ عَنِّي إِنَّمَا اشْتَرَيْتُ الْعَقَارَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ. فَقَالَ بَائِعُ الْأَرْضِ: إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟ فَقَالَ أَحَدُهُمَا: لي غُلَام وَقَالَ الآخر: لي جَارِيَة. فَقَالَ: أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَيْهِمَا مِنْهُ وَتَصَدَّقُوا
tahqiq

তাহকীক: