মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮৮৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৯। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (শরীআতের বিধানে উল্লিখিত) পরিমাপ ক্ষেত্রে মদীনায় প্রচলিত পরিমাপই গণ্য হইবে এবং ওজনের ক্ষেত্রে মক্কায় প্রচলিত ওজন গণ্য হইবে। —আবু দাউদ ও নাসায়ী
كتاب البيوع
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمِكْيَالُ مِكْيَالُ أَهْلِ الْمَدِينَةِ وَالْمِيزَانُ مِيزَانُ أَهْلِ مَكَّةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৯০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৯০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) পরিমাপ ও ওজনকারীদেরকে লক্ষ্য করিয়া বলিয়াছেনঃ তোমা দের উপর এমন দুইটি কার্যের দায়িত্ব অর্পিত আছে, যেই দুইটির ব্যাপারে পূর্ববর্তী অনেক উম্মত ও জাতি ধ্বংস হইয়াছে। —তিরমিযী
كتاب البيوع
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِ الْكَيْلِ وَالْمِيزَانِ: «إِنَّكُمْ قَدْ وُلِّيتُمْ أَمْرَيْنِ هَلَكَتْ فِيهِمَا الْأُمَمُ السَّابِقَة قبلكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ