মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৯০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৯০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) পরিমাপ ও ওজনকারীদেরকে লক্ষ্য করিয়া বলিয়াছেনঃ তোমা দের উপর এমন দুইটি কার্যের দায়িত্ব অর্পিত আছে, যেই দুইটির ব্যাপারে পূর্ববর্তী অনেক উম্মত ও জাতি ধ্বংস হইয়াছে। —তিরমিযী
كتاب البيوع
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِ الْكَيْلِ وَالْمِيزَانِ: «إِنَّكُمْ قَدْ وُلِّيتُمْ أَمْرَيْنِ هَلَكَتْ فِيهِمَا الْأُمَمُ السَّابِقَة قبلكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, পরিমাপে ও ওজনে কম দেওয়ার অভ্যাসের কারণে পূর্ববর্তী অনেক নবীর উম্মত ধ্বংস হইয়াছে। যথা—হযরত শোআয়ব আলাইহিস্ সালামের উম্মতের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান