মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ২৯৬৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৬। হযরত সায়ীদ ইবনে হুরাইস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাড়ী অথবা জমি বিক্রয় করিয়াছে, তাহার কাজে বরকত না হওয়ারই সে উপযুক্ত। তবে যদি সে উহা ঐরূপ কাজে লাগায়। —ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَن سعيد بن حُرَيْث قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَاعَ مِنْكُمْ دَارًا أَوْ عَقَارًا قَمِنٌ أَنْ لَا يُبَارَكُ لَهُ إِلَّا أَنْ يَجْعَلَهُ فِي مِثْلِهِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ والدارمي
তাহকীক:
হাদীস নং: ২৯৬৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ পড়শী তাহার শোফার হকদার। তাহার জন্য এ ব্যাপারে অপেক্ষা করা হইবে যদিও সে অনুপস্থিত থাকে, যখন উভয়ের পথ এক হয়।—আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب البيوع
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِشُفْعَتِهِ يُنْتَظَرُ لَهَا وَإِنْ كَانَ غَائِبًا إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ. والدارمي
তাহকীক:
হাদীস নং: ২৯৬৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ শরীক হইল শফী, আর প্রত্যেক (স্থাবর) জিনিসেই শোফা রহিয়াছে। —তিরমিযী,
كتاب البيوع
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشَّرِيكُ شَفِيعٌ وَالشُّفْعَةُ فِي كل شَيْء» . رَوَاهُ التِّرْمِذِيّ قَالَ:
তাহকীক:
হাদীস নং: ২৯৬৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৯। তিনি বলিয়াছেন, হাদীসটি তাবেয়ী ইবনে আবু মুলাইকা হইতে মুরসাল রূপে বর্ণিত হইয়াছে। আর ইহাই বিশুদ্ধতর কথা।
كتاب البيوع
وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَهُوَ أصح
তাহকীক:
হাদীস নং: ২৯৭০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে হুবাইশ ([রাঃ] বিশুদ্ধ হুবশী) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে বরই গাছ কাটিয়াছে তাহাকে আল্লাহ্ মাথা নীচু করিয়া দোযখে ফেলিবেন। —আবু দাউদ ইহা বর্ণনা করিয়া বলেন যে, হাদীসটি সংক্ষিপ্ত। ইহার মর্ম হইল, যে ব্যক্তি অন্যায়ভাবে তাহার কোন ফায়দা ব্যতীত মাঠের বরই গাছ কাটিয়াছে, যাহার নীচে মুসাফির ও পশুআদি আশ্রয় লয়, আল্লাহ্ তাহার মাথাকে নীচু করিয়া দোযখে ফেলিবেন।
كتاب البيوع
وَعَن عبد الله بن جحش قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا الْحَدِيثُ مُخْتَصَرٌ يَعْنِي: مَنْ قَطَعَ سِدْرَةً فِي فَلَاةٍ يَسْتَظِلُّ بِهَا ابْنُ السَّبِيلِ وَالْبَهَائِمُ غَشْمًا وَظُلْمًا بِغَيْرِ حَقٍّ يَكُونُ لَهُ فِيهَا صَوَّبَ الله رَأسه فِي النَّار
তাহকীক: