মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯৭১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. তৃতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৭১। হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) বলেন, যখন যমীনে সীমানা চিহ্নিত হয় তখন উহাতে শোফা নাই। কূপ ও নর খেজুর গাছেও শোফা নাই। — মালেক
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِذَا وَقَعَتِ الْحُدُودُ فِي الْأَرْضِ فَلَا شُفْعَةَ فِيهَا. وَلَا شُفْعَةَ فِي بِئْرٍ وَلَا فَحل النّخل. رَوَاهُ مَالك