মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৯৮০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৮০। তাবেয়ী কায়স ইবনে মুসলিম হযরত ইমাম আবু জা'ফর (মুহাম্মাদ বাকের) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, মদীনায় কোন মুহাজির পরিবারই ছিল না যাঁহারা এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশের উপর বর্গার কারবার করেন নাই। বর্গার কারবার করিয়াছেন হযরত আলী, সা'দ ইবনে মালেক, আব্দুল্লাহ্ ইবনে মাসউদ, ওমর ইবনে আব্দুল আযীয, কাসেম ইবনে মুহাম্মাদ, ওরওয়া ইবনে জুবাইর এবং হযরত আবু বকরের পরিবার; ওমরের পরিবার ; আলীর পরিবার ও ইবনে সীরীন। আব্দুর রহমান ইবনে আসওয়াদ বলেন, আমি বর্গায় আব্দুর রহমান ইবনে ইয়াযীদের অংশীদার ছিলাম। হযরত ওমর (রাঃ) লোকের সাথে বর্গার কারবার করিয়াছেন নিম্নরূপে— যদি ওমর (রাঃ) নিজ হইতে বীজ দেন, তবে তিনি অর্ধেক পাইবেন আর যদি তাহারা (কৃষকরা) বীজ দেয় তাহারা এত পাইবে। — বোখারী
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ: مَا بِالْمَدِينَةِ أَهْلُ بَيْتِ هِجْرَةٍ إِلَّا يَزْرَعُونَ عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَزَارَعَ عَلِيٌّ وَسَعْدُ بْنُ مَالِكٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَعُمَرُ ابْن عبد الْعَزِيز وَالقَاسِم وَعُرْوَة وَآل أبي بَكْرٍ وَآلُ عُمَرَ وَآلُ عَلِيٍّ وَابْنُ سِيرِينَ وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ: كُنْتُ أُشَارِكُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ فِي الزَّرْعِ وَعَامَلَ عُمَرُ النَّاسَ عَلَى: إِنْ جَاءَ عُمَرُ بِالْبَذْرِ من عِنْده فَلهُ الشّطْر. وَإِن جاؤوا بالبذر فَلهم كَذَا. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: