মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯৮৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৪। উক্ত হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা বলেন: কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হইব (ক) যে ব্যক্তি আমার নামে প্রতিশ্রুতি দিয়া পরে উহা ভঙ্গ করিয়াছে, (খ) যে ব্যক্তি স্বাধীন মানুষকে বিক্রয় করিয়া উহার মূল্য খাইয়াছে এবং (গ) যে ব্যক্তি মজুরিতে মজুর রাখিয়া তাহার নিকট হইতে পূর্ণ কাজ লইয়াছে, অথচ তাহার মজুরি পূর্ণ করে নাই। —বোখারী
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ২৯৮৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এক দল এক পানির কূপওয়ালাদের নিকট পৌঁছিলেন, যাহাদের একজনকে বিচ্ছুতে অথবা সাপে কাটিয়াছিল। কৃপওয়ালাদের এক ব্যক্তি আসিয়া বলিল, আপনাদের মধ্যে কোন মন্ত্র জানা লোক আছে কি? এই পানির ধারে একজন বিচ্ছুতে কাটা বা সাপে কাটা লোক রহিয়াছে। তখন ইঁহাদের মধ্য হইতে একজন (আবু সায়ীদ খুদরী) গেলেন এবং কতক ভেড়ার বিনিময়ে তাহার উপর সূরা ফাতেহা পড়িয়া ফুঁ দিলেন। ইহাতে সে ভাল হইয়া গেল এবং সাহাবী ভেড়াগুলি লইয়া আপন সহচরদের নিকট আসিলেন। তাঁহারা ইহা না-পছন্দ করিলেন এবং বলিতে লাগিলেন, আপনি কি আল্লাহর কিতাবের বিনিময়ে উজুরা লইলেন? অবশেষে তাঁহারা মদীনায় পৌঁছিলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! ইনি কিতাবুল্লাহর বিনিময়ে উজুরা গ্রহণ করিয়াছেন। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তোমরা যেসব জিনিসের বিনিময়ে উজুরা গ্রহণ করিয়া থাক, উহাদের মধ্যে হইল কিতাবুল্লাহ্ অধিকতর উপযোগী। —বোখারী
كتاب البيوع
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرُّوا بِمَاءٍ فبهم لَدِيغٌ أَوْ سَلِيمٌ فَعَرَضَ لَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَاءِ فَقَالَ: هَلْ فِيكُمْ مِنْ رَاقٍ؟ إِن فِي المَاء لَدِيغًا أَوْ سَلِيمًا فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ فَقَرَأَ بِفَاتِحَة الْكتاب على شَاءَ فبرئ فَجَاءَ بِالشَّاءِ إِلَى أَصْحَابِهِ فَكَرِهُوا ذَلِكَ وَقَالُوا: أَخَذْتَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا حَتَّى قَدِمُوا الْمَدِينَةَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَخَذَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَقَّ مَا أَخَذْتُمْ عَلَيْهِ أَجْرًا كِتَابُ اللَّهِ» . رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةٍ: «أَصَبْتُمُ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا»
হাদীস নং: ২৯৮৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৬। তাবেয়ী খারেজা ইবনে সালত তাঁহার চাচা (সাহাবী) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট হইতে রওয়ানা করিলাম এবং একটি আরব গোত্রের নিকট পৌঁছিলাম। তাহারা বলিল, আমরা সংবাদ পাইয়াছি, আপনারা এই ব্যক্তির (রাসূলুল্লাহ্) নিকট হইতে কল্যাণ (কোরআন) লইয়া আসিতেছেন। আপনাদের নিকট কি কোন ঔষধ বা মন্ত্র আছে? আমাদের নিকট বন্ধনে আব্দ্ধ একটি পাগল আছে। আমরা বলিলাম, হ্যাঁ, আছে। তাহারা বন্ধন সহকারে পাগলটাকে লইয়া আসিল। আমি তিন দিন যাবৎ সকাল-বৈকাল তাহার উপর এইরূপে সূরা ফাতেহা পড়িলাম, আমি আমার থুথু একত্র করিয়া তাহার উপর থুকিতাম। তিনি বলেন, ইহাতে সে যেন হঠাৎ বন্ধন হইতে মুক্ত হইয়া গেল। অতঃপর তাহারা আমাকে কিছু পারিশ্রমিক দিল। আমি বলিলাম, না (ইহা আমি খাইব না), যাবৎ না আমি নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করি। (অতঃপর আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম।) তিনি বলিলেন, খাও! আমার জীবনের শপথ, অবশ্য যে ব্যক্তি বাতেল মন্ত্র দ্বারা খায় (সে খায় বাতেল পন্থায়), আর তুমি খাইতেছ সত্য মন্ত্র দ্বারা। আহমদ ও আবু দাউদ
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ عَنْ عَمِّهِ قَالَ: أَقْبَلْنَا مِنْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْنَا عَلَى حَيٍّ مِنَ الْعَرَبِ فَقَالُوا: إِنَّا أُنْبِئْنَا أَنَّكُمْ قَدْ جِئْتُمْ مِنْ عِنْدِ هَذَا الرَّجُلِ بِخَيْرٍ فَهَلْ عِنْدَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رُقْيَةٍ؟ فَإِنَّ عِنْدَنَا مَعْتُوهًا فِي الْقُيُود فَقُلْنَا: نعم فجاؤوا بِمَعْتُوهٍ فِي الْقُيُودِ فَقَرَأْتُ عَلَيْهِ بِفَاتِحَةِ الْكِتَابِ ثَلَاثَةَ أَيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً أَجْمَعُ بُزَاقِي ثُمَّ أَتْفُلُ قَالَ: فَكَأَنَّمَا أُنْشِطَ مِنْ عِقَالٍ فَأَعْطَوْنِي جُعْلًا فَقُلْتُ: لَا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلْ فَلَعَمْرِي لَمَنْ أَكَلَ بِرُقْيَةِ بَاطِلٍ لَقَدْ أَكَلْتَ بِرُقْيَةِ حَقٍّ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীস নং: ২৯৮৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শ্রমিককে তাহার পারিশ্রমিক তাহার ঘাম শুকাইবার পূর্বেই আদায় করিয়া দিবে। — ইবনে মাজাহ্ (হাসান সনদের সাথে। আবু ইয়ালা হযরত আবু হুরায়রা হইতে, তাবারানী জাবের হইতে এবং হাকীম তিরমিযী আনাস হইতে ইহা বর্ণনা করিয়াছেন।)
كتاب البيوع
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أعْطوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» . رَوَاهُ ابْن مَاجَه