মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯৮৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৮। ইমাম হুসাইন ইবনে আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাজ্ঞাকারীর হক রহিয়াছে, যদিও সে ঘোড়ায় চড়িয়া আসে। – আহমদ ও আবু দাউদ; আর মাসাবীহতে মুরসালরূপে ।
كتاب البيوع
وَعَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لِلسَّائِلِ حَقٌّ وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَفِي المصابيح: مُرْسل
হাদীস নং: ২৯৮৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮৯। হযরত ওতবা ইবনে নুদ্দার (রাঃ) বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গিয়াছিলাম, তিনি (সূরা কাছাছের) “তা’ ‘ছীন' ‘মীম' হইতে পড়িতে আরম্ভ করিয়া হযরত মুসার কাহিনী পর্যন্ত পৌঁছিয়া বলিলেনঃ মুসা (আঃ) মহরানা ও পানাহারের বিনিময়ে আট কি দশ বৎসর নিজকে মজুরিতে খাটাইয়াছিলেন। —আহমদ ও ইবনে মাজাহ্
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ عُتْبَةَ بْنِ الْمُنْذِرِ قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ: (طسم)

حَتَّى بَلَّغَ قِصَّةَ مُوسَى قَالَ: «إِنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ آجَرَ نَفْسَهُ ثَمَانِ سِنِينَ أَوْ عَشْرًا عَلَى عِفَّةِ فَرْجِهِ وَطَعَامِ بَطْنِهِ» . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه