মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩০১৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - দানসমূহ
৩০১৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মাল তোমরা তোমাদের নিকট ধরিয়া রাখ এবং নষ্ট করিও না। জানিয়া রাখ, যে ব্যক্তি ‘ওমরা'রূপে দান করিয়াছে উহা তাহারই হইবে, যাহাকে উহা দান করা হইয়াছে তাহার জীবনকালে, মৃত্যুকালে এবং পরেও তাহার ওয়ারিসগণের হইবে। — মুসলিম
كتاب البيوع
الْفَصْل الثَّالِث
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكُوا أَمْوَالَكُمْ عَلَيْكُمْ لَا تُفْسِدُوهَا فَإِنَّهُ مَنْ أَعْمَرَ عُمْرَى فَهِيَ لِلَّذِي أعمر حَيا وَمَيتًا ولعقبه» . رَوَاهُ مُسلم
তাহকীক: